সাকিবের ‘ভয়ে’ হন্তদন্ত হয়ে মাঠে প্রবেশ করলেন আবরার!

স্পোর্টস ডেস্ক:  রাওয়ালপিন্ডি টেস্টে পাকিস্তানের দ্বিতীয় ইনিংসের তখন ৪১তম ওভার চলছে। ব্যাটিংয়ে ধুঁকতে থাকা পাকিস্তানের হয়ে ব্যাট করতে নেমেছিলেন স্পিনার আবরার আহমেদ। তবে এ সময় তাকে শশব্যস্ত হয়ে মাঠে প্রবেশ করতে দেখা যায়। কিন্তু কেন?

নিশ্চিতভাবে কারণ না জানা গেলেও ধারণা করা হচ্ছে, ‘টাইমড আউট’ এড়াতেই এমন ব্যস্ত হয়ে মাঠে প্রবেশ করেন আবরার। এ সময় কোনো মতে হেলমেট পরেছিলেন তিনি, হাতের গ্লাভস প্রায় খুলে পড়ছিল।

এমন দৃশ্য দেখে বাংলাদেশ অলরাউন্ডার সাকিব আল হাসান সহ অন্যরা আনন্দ পেয়েছেন। তাদের হাসি সেটা বলে দিচ্ছিল।

প্রসঙ্গত, ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ চলাকালে শ্রীলংকার বিপক্ষে ম্যাচে নাজমুল হোসেন শান্ত এবং সাকিব আল হাসানের বুদ্ধিদীপ্ত পদক্ষেপে টাইমড আউট হতে হয় অভিজ্ঞ লংকান ব্যাটার অ্যাঞ্জেলো ম্যাথিউসকে। সে সময় ক্রিকেট দুনিয়ায় সাড়া ফেলে এই আউটের ঘটনা। ব্যাটারদের মধ্যে টাইমড আউট নিয়ে নতুন করে সচেতনতা তৈরি করে সে ঘটনা।

বলে রাখা ভালো, ক্রিকেটের নিয়ম অনুযায়ী একজন ব্যাটার আউট হওয়ার দুই মিনিটের মধ্যে পরবর্তী ব্যাটারকে ক্রিজে আসতে হয়। অন্যথায় প্রতিপক্ষ চাইলে টাইমড আউটের আবেদন করতে পারে।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *