নগরীর যানজট নিরসনে হকার-ক্ষুদ্র ব্যবসায়ীদের উচ্ছেদে অভিযান পরিচালনা করবে সিসিক

সিলেট নগরীর যানজট নিরসন ও ফুটপাত অবৈধ দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান করবে সিলেট সিটি কর্পোরেশন। আগামী রবিবার (০১ সেপ্টেম্বর) সকাল ১১টায় নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে এ অভিযান পরিচালিত হবে। সিসিকের জনসংযোগ শাখা থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

সিটি কর্পোরেশন জনসংযোগ শাখা সূত্রে জানা যায়— ইদানিং পরিলক্ষিত হচ্ছে যে, সড়ক ও ফুটপাতসমূহ দখল করে ব্যবসা পরিচালনা করছেন ভ্রাম্যমাণ ক্ষুদ্র ব্যবসায়ীরা। এতে নগরজুড়ে চরম দুর্ভোগ ও তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। ফুটপাত থেকে ব্যবসা প্রতিষ্ঠান সরিয়ে নেওয়ার জন্য গত কয়েক দিন ধরে নগরীর বিভিন্ন স্থানে মাইকিং করা  হচ্ছে। জনসাধারণের চলাচল ও যানজট নিরসনে সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আবু আহমদ ছিদ্দীকী, এনডিসির নেতৃত্বে, কাউন্সিলরবৃন্দ, ছাত্র—জনতা ও স্থানীয়দের সহযোগিতায় আগামী রবিবার সকাল ১১টায় নগরীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হবে।

উল্লেখ্য, সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী অভিযানে উপস্থিত থাকবেন বলে নিশ্চিত করেছেন। —বিজ্ঞপ্তি

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *