নাঙ্গলকোটে ছাত্রদল ও মানবিক বটতলী এর পক্ষ থেকে ত্রাণ কার্যক্রম

নিজস্ব প্রতিনিধি:তীব্র বন্যা কবলিত ফেনী জেলা সংলগ্ন এবং ডাকাতিয়া নদীর তীরে অবস্থিত কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় বন্যা পরিস্থিতি খুব নাজুক। পুরো উপজেলার প্রায় সকল রাস্তা পানির নিচে। তলিয়ে গিয়েছে গ্রামের পর গ্রাম। বন্যা কবলিত এই এলাকায় কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল এবং মানবিক বটতলীর পক্ষ থেকে সপ্তাহব্যাপী ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। এছারাও যদি বন্যা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি না হয় তাহলে এই কার্যক্রম অব্যাহত থাকবে।

ত্রাণ বিতরণ কার্যক্রমে স্বেচ্ছাসেবক হিসেবে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র সাহস, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন, সাংগঠনিক সম্পাদক নুরুল আলম ভূঁইয়া ইমন। আরো আছেন এমরান ভূঁইয়া, নাজমুল ভূঁইয়া, আব্দুল মোতালেব মাছুম ভূঁইয়াসহ স্থানীয় ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা সহ সহ কেন্দ্রীয় ছাত্রদলের ২০ জনের অধিক নেতাকর্মী।

মানবিক বটতলীর পক্ষে ত্রাণ কার্যক্রম সমন্বয় করছেন ওহিদুল ইসলাম ভূঁইয়া, দিদার পাটোয়ারীসহ অন্যান্য স্বেচ্ছাসেবকগণ।

প্রতিদিন কয়েক হাজার লোকের জন্য রান্না করা খাবারের পাশাপাশি শুকনো খাবার, বিশুদ্ধ পানি, জরুরি ঔষধ আশ্রয় কেন্দ্র এবং ঘরে ঘরে নৌকা যোগে পৌঁছে দেওয়া হচ্ছে।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *