যারা হেলিকপ্টার থেকে গুলি করেছে ও নির্দেশ দিয়েছে, তারা সবাই অপরাধী: হাইকোর্ট

সিলেট নিউজ টাইমস্ ডেস্ক :  যারা হেলিকপ্টার থেকে গুলি করেছে ও নির্দেশ দিয়েছে, তারা সবাই অপরাধী বলে মন্তব্য করেছেন হাইকোর্ট। কোটা সংস্কার আন্দোলন চলাকালে গুলিতে ৯ শিশু নিহতের ঘটনায় তদন্ত ও ক্ষতিপূরণ সংক্রান্ত রিট শুনানিতে বুধবার এ মন্তব্য করেন বিচারপতি শেখ হাসান আরিফের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ।

হাইকোর্ট বলেন, ‘বলা যায়, আমরা যারা এই সিস্টেমের সঙ্গে ছিলাম তারা সবাই অপরাধী।’

বিচার বিভাগীয় তদন্ত কমিশনের প্রজ্ঞাপনে আন্দোলনকারীদের দোষী দেখানো হয়েছে বলেও জানান হাইকোর্ট।

এর আগে অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার রিটটি দায়ের করার পর শুনানির জন্য হাইকোর্ট থেকে আজকের দিন ধার্য করা হয়। রিটে ৯ শিশুর নিহতের বিষয়ে তদন্তের পাশাপাশি প্রত্যেক পরিবারকে ১ কোটি টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা বলা হয়। সেই সঙ্গে পরবর্তীতে যদি অন্য কোনো শিশু মৃত্যুর সন্ধান পাওয়া যায় তবে তাকেও এই ক্ষতিপূরণের আওতাভুক্ত করা হবে।

গত ১ আগস্ট বিভিন্ন সংবাদমাধ্যমের অংশবিশেষ সংগ্রহ করে রিটটি দাখিল করেন অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার। ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন চেয়ে দাখিল করা রিটটি ৪ আগস্ট বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এসএম মাসুদ হোসাইন দোলনের বেঞ্চে উপস্থাপন করা হলে তারা শুনানি গ্রহণ করতে অস্বীকৃতি জানান।

এ সময় বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি বলেছিলেন, ‘রাজনৈতিক ইস্যু রাজপথেই নিষ্পত্তি হওয়া উচিত।’

পরবর্তীতে একই বেঞ্চে আন্দোলনকারীদের লক্ষ্য করে পুলিশের সরাসরি গুলি বন্ধে রিটের শুনানি হলে সেটিও খারিজ করা হয়।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *