সিলেট নিউজ টাইমস্ ডেস্ক : দেশের চলমান সংকট নিরসনে সকল রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
ওই বৈঠকে আওয়ামী লীগের কেউ ছিলো কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বৈঠক আওয়ামী লীগের কেউ ছিলেন না। জামায়াতের আমীর ও বিএনপির শীর্ষ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
সোমবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।
সেনা সদর দফতরে এ বৈঠক দেশের বর্তমান সঙ্কট নিরসনে রাজনৈতিক দলের নেতাসহ বিশিষ্টজনদের সঙ্গে আলোচনা করে জানান সেনাপ্রধান।
তিনি জানান, বৈঠকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল উপস্থিত ছিলেন। এ সময় আসিফ নজরুল আন্দোলনকারী সমন্বয়কদের সঙ্গে ফোনে কথা বলেন।
এসময় অন্তর্বর্তী সরকার গঠন হবে, সব হত্যার বিচার হবে বলে জানান তিনি ওয়াকার-উজ-জামান।
সেনাপ্রধান বলেন, সমস্ত অন্যায়ের বিচার করা হবে। সব দায়দায়িত্ব নিচ্ছি। সেনাবাহিনীর প্রতি আস্থা রাখিয়েন। দেশে শান্তিশৃঙ্খলা ফিরিয়ে আনব।