রাজশাহীতে গুলিবিদ্ধ হয়েছে প্রায় ১৫ শিক্ষার্থী

সিলেট নিউজ টাইমস্ ডেস্ক :  রাজশাহীর সাহেববাজার মোড়ে আওয়ামী লীগ-ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের ছোড়া গুলিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ গুলিবিদ্ধ হয়েছে প্রায় ১৫ শিক্ষার্থী। সোমবার (৫ আগষ্ট) বেলা সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটেছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাজশাহীর তালাইমারী মোড়ে বেলা ১১টা থেকে অবস্থান নেয় আন্দোলনকারী ছাত্র-জনতা। আন্দোলনকারীরা ওই স্থান থেকে বেলা ১২টা ২০ মিনিটের দিকে শহরের সাহেববাজার মোড়ের দিকে আসতে শুরু করে। এরপর শিক্ষার্থীরা অবস্থান নেন শাহমখদুম থানার পাশে আর আওয়ামী লীগের নেতাকর্মীরা অবস্থান নেন রাজশাহীর আলুপট্টি মোড়ে।

এরপর উভয়পক্ষের মধ্যে উত্তেজলা দেখা দেয়। এক পর্যায়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা আন্দোলনরত শিক্ষার্থীদের লক্ষ্য করে গুলি করতে থাকে। এতে প্রাথমিকভাবে ১৫ জন শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়েছে। এ বিষয়টি নিশ্চিত করেছে রাজশাহী মেডিকেল পুলিশ বক্সের ইনচার্য মো. ফারুক হোসেন।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *