সিলেট নিউজ টাইমস্ ডেস্ক : রাজধানীর বিভিন্ন জায়গায় মিছিল নিয়ে রাস্তায় নেমে এসেছেন হাজার হাজার মানুষ। ঢাকার প্রবেশ পথগুলো দিয়ে হাজার হাজার মানুষ প্রবেশ করছে বলে খবর পাওয়া গেছে। যাত্রাবাড়ী, কেন্দ্রীয় শহীদ মিনার, বাড্ডা, উত্তরা মিরপুরসহ বিভিন্ন জায়গায় বিক্ষোভের খবর পাওয়া যাচ্ছে। সকালে মানুষের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মানুষ রাস্তায় নামতে শুরু করে।
এদিকে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান আজ বেলা ২টায় জনগণের উদ্দেশে বক্তব্য দেবেন বলে জানানো হয়। যদিও পরে সেটা ৩টায় করা হয়েছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে বিষয়টি নিশ্চিত করা হয়। তারা বলেছে, সেনাপ্রধানের ভাষণ পর্যন্ত জনসাধারণকে সহিংসতা পরিহার করে ধৈর্য ধারণ করার অনুরোধ করা হলো।
অপরদিকে দেড়টার দিকে ব্রডব্যান্ড ইন্টারনেটও চালু করা হয়, যা সকালে বন্ধ করা হয়েছিল। মোবাইল ইন্টারনেটও চালুর নির্দেশনা দেওয়া হয়েছে বলে বেলা পৌনে ২টার দিকে জানা যায়।
বেলা পৌনে ২টায় রাজধানীর শাহবাগ থেকে জানা যায়, সেখানে হাজার হাজার মানুষ অবস্থান নিয়েছেন। বিভিন্ন জায়গা থেকে সেখানে মানুষ আসছেন। সবাই সরকারের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিচ্ছেন।
মিরপুরে হাজার হাজার মানুষ রাস্তায় নেমেছেন। মিরপুরের পল্লবী, ১১ ও ১১ নম্বর থেকে মিছিল নিয়ে মানুষ ১০ নম্বর সেকশনে জড়ো হন। সেখান থেকে তারা আগারগাঁওয়ের দিকে রওনা দিয়েছেন বলে জানা গেছে।
রাজধানীর উত্তরা থেকে বনানী অভিমুখে এগিয়ে আসছেন আন্দোলনকারীরা। সংশ্লিষ্টরা জানিয়েছেন, শিক্ষার্থী-অভিভাবক ছাড়াও স্থানীয় মানুষ রয়েছে তাদের মধ্যে। তারা খণ্ড খণ্ড মিছিল নিয়ে এগিয়ে যাচ্ছেন। বিক্ষোভকারীরা বেলা দেড়টার দিকে বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পার হয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছেন বলে জানা যায়।
প্রসঙ্গত, এর আগে গতকাল রোববার ‘মার্চ ফর ঢাকা’ কর্মসূচি ঘোষণা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সেই আহ্বানে সাড়া দিয়ে ভোর থেকেই আশপাশের জেলা থেকে ছাত্র-জনতা ঢাকার দিকে আসতে থাকে বলে বিভিন্ন সূত্রে জানা যায়।