নিজস্ব প্রতিবেদক: সিলেট নগরীর মেন্দিবাগ কাস্টমস এক্সাইজ- ভ্যাট কমিশনারেট অফিস ও কর ভবনে হামলার চালিয়েছে দুর্বৃত্তরা ।
রোববার (৪ আগস্ট) বিকেল পাঁচটার দিকে এ ঘটনা ঘটে।
খোঁজ নিয়ে জানা যায়, আন্দোলনকারীরা মেন্দিবাগ কাস্টমস এক্সাইজ- ভ্যাট কমিশনারেট অফিসে হামলা চালায়। এসময় অফিসের বাহিরের গ্লাস ভাঙচুর করে। একই সময় কর ভবনেও হামলা হয়। এসময় ভেতরে থাকা কর্মকর্তা ও কর্মচারীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রায় এক ঘন্টা ভেতরে অবরুদ্ধ ছিলেন তারা। পরে পুলিশে এসে আন্দোলণকারীদের ধাওয়া করে ছত্রভঙ্গ করে। তবে কেউ হতাহতের খবর পাওয়া যায়নি এখনো।
কমেন্ট