চলমান সহিংসতা ও নৈরাজ্যকারীদের প্রতিহত করেছে সিলেটের আওয়ামী লীগ। রবিবার (০৪ আগস্ট) নগরীর বিভিন্ন পয়েন্ট দখল করে জামাত—বিএনপিকে প্রতিহত করে। বন্দরবাজার কোর্ট পয়েন্ট, জিন্দাবাজার, চৌহাট্টা, আম্বরখানাসহ নগরীর বিভিন্ন এলাকার নিয়ন্ত্রণে নেয় আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনগুলো। এর আগে ‘এক দফা দাবিতে’ সকাল ১১ টা থেকে কোর্ট পয়েন্ট এলাকায় অবস্থান নেয় আন্দোলনকারীরা তাদের ফাঁকা গুলি, সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। এসময় আন্দোলনকারীদের হামলায় একাত্তর টিভির সিলেট প্রতিনিধি সোহরাব, ক্যামেরাপার্সন তারেক আহমদ আহত হয় এবং পুলিশের ছিটাগুলিতে আহত হোন চ্যানেল এস’র সিলেট প্রতিনিধি মঈন উদ্দিন মঞ্জু।
সাংগঠনিক সূত্রে জানা যায়, দলীয় অভ্যন্তরিন কোন্দল ভুলে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে জামাত—বিএনপিকে প্রতিহত করতে রবিবার থেকে মাঠে থাকবে আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনগুলো। নগরীর পাড়া—মহল্লায় ঐক্যবদ্ধ থেকে নৈরাজ্যকারীদের প্রতিহত করতে নির্দেশনা প্রদান করা হয়েছে।
সরেজমিনে দেখা যায়— ‘এক দফা দাবিতে’ সকাল ১১ টা থেকে কোর্ট পয়েন্ট এলাকায় অবস্থান নেয় আন্দোলনকারীরা। আন্দোলনকারীদের মধ্যে সাধারণ কোন শিক্ষার্থীদের উপস্থিতির চেয়ে বিএনপি ও জামাতের নেতাকর্মীদের উপস্থিতি ছিলো লক্ষণীয়। এসময় তারা শেখ হাসিনার পতন চেয়ে বিভিন্ন স্লোগান দিতে শুনা যায়। আন্দোলনকারীদের প্রথমে টিয়ারশেল ও ফাঁকা গুলি ছুঁড়ে ছত্রভঙ্গ করে পুলিশ। পরবর্তীতে আবারও তারা কোর্ট পয়েন্টে এসে জড়ো হলে আওয়ামী লীগ ও দলের সহযোগি সংগঠনগুলো তাদের ধাওয়া করলে কোর্ট পয়েন্ট ছেড়ে পালিয়ে যায় আন্দোলনকারীরা। এসময় বন্দরবাজার কোর্ট পয়েন্ট, জিন্দাবাজার, চৌহাট্টা, আম্বরখানাসহ নগরীর বিভিন্ন গুরুত্বপুর্ণ এলাকায় অবস্থান নিয়ে নেয় আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনগুলো। সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, তাতীলীগ, শ্রমিকলীগ, মহিলা আওয়ামী লীগ ও যুবমহিলা লীগের সর্বস্তরের নেতৃবৃন্দের সরব উপস্থিতি দেখা যায়।
নেতৃবৃন্দ বলেন, ছাত্রদের মাথায় কাঠাল রেখে ফায়দা নিতে চেয়েছিল দেশ বিরোধী জামাত—বিএনপি চক্র। তারই অংশ হিসেবে সিলেটেও নৈরাজ্য, অগ্নি সংযোগ ও ভাংচুরের প্রস্তুতি গ্রহণ করে তারা। সিলেটের ঐক্যবদ্ধ ভাবে আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনগুলো তাদের পরিকল্পনা প্রতিহত করেছে। জনমনে শান্তি ফিরিয়ে আনতে সর্বদা মাঠে থেকে রাজনৈতিক ভাবে চক্রান্তকারীদের প্রতিহত করা হবে।প্রেস বিজ্ঞপ্তি