কোম্পানিগঞ্জ উপজেলায় এক ঘন্টা চেষ্টা করেও মিছিল ধরে রাখতে পারেনি পুলিশ

নিজস্ব প্রতিনিধি: বৈষম্যবিরোধী  আন্দোলনের মিছিল ভোলাগঞ্জ হতে শুরু করে, ৪ আগস্ট দুপুর ২ ঘটিকার সময়বে লা ৩ ঘটিকার সময় বৈষম্যবিরোধী আন্দোলনের মিছিল কোম্পানিগঞ্জ উপজেলা পরিষদের গেটে প্রবেশ করার সময় পুলিশ ও আওয়ামীলীগ বাধা দেওয়া এবং ধাওয়া-পালটা ধাওয়া শুরু হয়।

দির্ঘ ১ ঘন্টার বেশি সময় ধরে ধাওয়া ও পাল্টা চলতে থাকে। একপর্যায়ে পুলিশ ও আওয়ামী লীগ মিছিল ছেড়ে দিতে বাধ্য হয়।

উক্ত আন্দোলনে সকল শ্রেণীর ছাত্র ও জনগণ অংশগ্রহণ করেন। আন্দোলনকারীরা বিকেল ৬ টায় পর্যন্ত উপজেলা পরিষদে অবস্থান করেন। এতে সরকারি ভবনের ও এর আশে পাশে থাকা গাড়ি ভাংচুর করার খবর পাওয়া গিয়েছে। পুলিশ নিজ নিজ নিরাপদ স্থানে অবস্থান করছেন ও  সতর্ক অবস্থায় আছেন ।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *