সিলেট নিউজ টাইমস্ ডেস্ক : একদফা দাবিতে সারা দেশে অসহযোগ কর্মসূচি পালন করছেন বৈষম্যবিরোধী ছাত্ররা। রোববার সকাল থেকেই শাহবাগে জড়ো হতে থাকেন আন্দোলনকারীরা। এ সময় আওয়ামী লীগের নেতাকর্মীদের ধাওয়া দেন আন্দোলনকারীরা। তাদের ধাওয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে অবস্থান নেন আওয়ামী লিগের নেতাকর্মীরা। পরে সেখানে ব্যাপক হামলা ও ভাঙচুর চালিয়েছেন আন্দোলনকারীরা।
রোববার সকাল থেকেই রাজধানীর শাহবাগ মোড়ে লাঠিসোটা হাতে অবস্থান নিয়েছিলেন শত শত লোক। পরে সকাল সাড়ে ১০টার দিকে পুরান ঢাকার দিক থেকে একটি মিছিল নিয়ে শাহবাগে আসেন আন্দোলনকারীরা। এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সামনের দিক থেকে স্লোগান দিচ্ছিলেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। পরে আন্দোলনকারীদের একটি অংশ তাদের ধাওয়া দিলে তারা হাসপাতালের ভেতরে ঢুকে যান।
আন্দোলনকারীরা একপর্যায়ে বিএসএমএমইউয়ের ফটক ভেঙে ভেতরে ঢুকে আওয়ামী লীগের নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেন। এ সময় হাসপাতাল প্রাঙ্গণে বেশ কিছু যানবাহন ভাঙচুর করা হয়, পুড়িয়ে দেওয়া হয় কয়েকটি মোটরসাইকেল ও বাস। পাশাপাশি হাসপাতালের বিভিন্ন ভবনে ঢিল ছুড়ে এবং লাঠি দিয়ে ভাঙচুর চালানো হয়।
এদিন সকাল থেকেই একদফা দাবিতে অসহযোগ আন্দোলনে যাত্রাবাড়ী এলাকায় আন্দোলনকারী ছাত্ররা ধীরে ধীরে জড়ো হয়েছেন। পুলিশকেও আন্দোলনকারীদের বিপরীতে প্রস্তুতি নিতে দেখা যায়। এ সময় শিক্ষার্থীদের ভুয়া ভুয়া স্লোগান দিতে শোনা যায়।
এদিকে শনিরআখড়া এলাকা থেকে পিছু হটেছে ছাত্রলীগ। ধানমন্ডি এলাকায় শিক্ষার্থীদের ওপর গুলি ছুড়তে দেখা গেছে হেলমেট পরা কিছু যুবককে।