বৃষ্টিতে ভিজে নিপীড়নের বিরুদ্ধে ঢাবিতে শিক্ষকদের সমাবেশ করেন

সিলেট নিউজ টাইমস্ ডেস্ক : কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলা-মামলা ও আটক শিক্ষার্থীদের মুক্তি এবং শিক্ষার্থী হত্যার বিচারের দাবিতে নিপীড়নবিরোধী শিক্ষক সমাবেশ করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে এই সমাবেশ শুরু হয়।

এসময় শিক্ষকদের বৃষ্টিতে ভিজে বক্তব্য রাখতে দেখা যায়।

শিক্ষকরা আটক শিক্ষার্থীদের মুক্তি দাবি করেছেন। শিক্ষার্থী হত্যা

এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৯ দফা দাবির প্রতি সংহতি জানিয়েছেন চলচ্চিত্র অঙ্গনের বিশিষ্টজনেরা।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর ফার্মগেট মোড়ে সমবেত হয়ে প্রতিবাদ সমাবেশ করেছে চলচ্চিত্র, আলোকচিত্র, থিয়েটার এবং গণমাধ্যমসহ বিভিন্ন ভিজুয়াল মিডিয়ায় কর্মরতরা।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *