জাতীয় নতুন শিক্ষাক্রমে বিষয়ভিত্তিক প্রশিক্ষণ শুরু

সিলেট সিটি কর্পোরেশন পরিচালিত বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের জাতীয় নতুন শিক্ষাক্রমে বিষয়ভিত্তিক প্রশিক্ষণ শুরু হয়েছে। আজ সোমবার সকালে সিলেট সিলেট নগরীর চৌহাট্টায় ভোলানন্দ নৈশ উচ্চ বিদ্যালয়ে এ প্রশিক্ষণ শুরু হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্মসচিব) মো: ইফতেখার আহমেদ চৌধুরী।
উদ্বোধন অনুষ্ঠানে মো: ইফতেখার আহমেদ চৌধুরী বলেন, নতুন জাতীয় নতুন শিক্ষাক্রমে বিষয়ভিত্তিক প্রশিক্ষণ শিক্ষকবৃন্দের জন্য অত্যন্ত জরুরি। কারণ প্রশিক্ষিত হলে শিক্ষকরা সঠিকভাবে পাঠদান করতে পারবেন। নতুন শিক্ষাক্রম সম্পর্কে সবাই ভালোভাবে জানলে এ নিয়ে যে বিভ্রান্তি রয়েছে সেটিও দূর হবে। প্রশিক্ষণলব্দ জ্ঞান কাজে লাগিয়ে শিক্ষা উন্নয়নে অবদান রাখার জন্য তিনি শিক্ষকবৃন্দের প্রতি আহŸান জানান।
প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের ৪টি ব্যাচে ৮দিনব্যাপী বিষয়ভিত্তিক প্রশিক্ষণ উদ্বোধন অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, সিটি কর্পোরেশনের শিক্ষা বিষয়ক পরামর্শক অনিল কৃষ্ণ মজুমদার, সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আবু নছর মোহাম্মদ সুফিয়ান ও মাহমুদুর রহমান, দুর্গাকুমার পাঠশালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মৌসুমী মহারতœ, সিটি কর্পোরেশনের শিক্ষা, সংস্কৃতি, পাঠাগার ও সমাজকল্যাণ কর্মকর্তা নেহার রঞ্জন পুরকায়স্থ, শিক্ষা কর্মকর্তা ড. তুতিউর রহমান, ভোলানন্দ নৈশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিজয় ভূষণ ধর, বীরেশ চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অর্জুন চন্দ্র দাশ, বর্ণমালা সিটি একাডেমীর সহকারী প্রধান শিক্ষক অজিত কুমার দাশ তালুকদার, জামিল আহমদ, কারিশমা প্রমুখ।
কমেন্ট