“সমর্পন”

তোমার যাবার বেলায় ফেলে যাওয়া
অবহেলা
আর কতকাল বয়ে নিয়ে যাবে,
মম অন্তরআত্মা।

সেদিনে তোমার দেয়া অন্তরঙ্গ ভালোবাসা,
পলে পলে তিলেতিলে ধ্বংসিছে
তোমার দেয়া ভালোবাসা সর্বনাশা।

যতই করোনা নিজেরে আড়াল,
প্রতিখনে প্রশ্নচিহ্ন বিনধিবে তোমারে
করিছিনু কেনো, নিষ্পাপ প্রেমিকে
অভিনয়, ভালোবাসার চাল।

পিপাসিত মন, নিরবে কান্দে
শুধু হাহাকার, আর্তনাদ মন মাঝে,
তোমার দেয়া যাতনা, লাঞ্ছনা
শুধু বিধাতার চরণ মাঝে সপিয়াছি
তোমার দেয়া ভালোবাসার
কণ্টকময় উপহার ।

—গৌরীশ দাস—
ভারত ,কাছাড় (আসাম)

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *