মহান স্বাধীনতাকে কটাক্ষ, একাত্তরের ঘৃণিত গণহত্যাকারী রাজাকারদের পক্ষে সাফাই এবং কোটা বাতিলের আন্দোলনের নামে অস্থিতিশীলতা তৈরির প্রতিবাদে ১৬ জুলাই, মঙ্গলবার বিকাল ৩টায় সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে সমাবেশ করেছে সিলেট মহানগর ছাত্রলীগ। সমাবেশ শেষে ছাত্রলীগের একটি মিছিল বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কোর্ট পয়েন্টে গিয়ে শেষ হয়।
উক্ত সমাবেশে বক্তব্য রাখেন, সিলেট মহানগর ছাত্রলীগের সভাপতি কিশওয়ার জাহান সৌরভ, সিলেট মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. নাঈম আহমদ। সমাবেশে নগরীর প্রতিটি ওয়ার্ডের ছাত্রলীগনেতারাসহ যুবলীগ ও স্বেচ্ছাসেবকলীগের নেতারা উপস্থিত ছিলেন।- বিজ্ঞপ্তি
কমেন্ট