সুরমা-কুশিয়ারাসহ সিলেট অঞ্চলের নদনদীর পরিকল্পিত খনন করুন: বাসদ

সিলেট অঞ্চলে বন্যা সমস্যা ও জলাবদ্ধতার স্হায়ী সমাধানের দাবিতে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল -বাসদ সিলেট জেলা শাখার উদ্যোগে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে ১৫ জুলাই সোমবার বিকাল সাড়ে তিনটায় দক্ষিণ সুরমার বঙ্গবীর রোডে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।বাসদ সিলেট জেলা শাখার আহ্বায়ক আবু জাফর এর সভাপতিত্বে মানববন্ধনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন স্থানীয় বাসদ সংগঠক জুয়েল আহমদ, সামছুল ইসলাম, সফিকুল ইসলাম কাজল, শ্রমিক নেতা আকলাছ আহমদ, আলী হোসেন, শাকিল আহমেদ, প্রমূখ।

বক্তারা সুরমা-কুশিয়ারাসহ সিলেট অঞ্চলের সকল নদনদীর পরিকল্পিত ড্রেজিং করা,সিলেট নগরীর খাল-ছড়া-ড্রেন প্রসস্থ ও গভীর করা, পুকুর-দীঘি-জলাশয় দখল-ভরাট বন্ধ করা-সময়মতো খনন করা,অপরিকল্পিত নগরায়ন-উন্নয়ন বন্ধ করা,হাওরের পানির গতিপথের সকল বাধা অপসারণ-হাওর খনন করা, প্রকৃতির ভারসাম্য রক্ষায় পাহাড়-টিলা কাটা বন্ধ করা, প্রাণ-প্রকৃতি ধ্বংসের সকল আয়োজন রুখে দাঁড়ানো,
সুরমা-কুশিয়ারা নদীর ভাঙ্গন রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করার দাবিতে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার জন্য সিলেটবাসীর প্রতি আহ্বান জানান।

মানববন্ধনে বক্তারা ,বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের বই,খাতাসহ শিক্ষা উপকরণ সরবরাহ সরকারি উদ্যোগে নিশ্চিত করা, শিক্ষা প্রতিষ্ঠান দ্রুত সংস্কার করা, বন্যায় ক্ষতিগ্রস্তদের দ্রুত পুনর্বাসন করা,ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট দ্রুত সংস্কার করার আহ্বানও জানান।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *