জনসম্মুখে সিগারেট সহ সবধরনের মাদক সেবন বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন

সিলেট কল্যাণ সংস্থা, সিকস’র অঙ্গ সংগঠন সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা ও সিলেট প্রবাসী কল্যাণ সংস্থার যৌথ উদ্যোগে ১২ জুলাই ২০২৪ শুক্রবার সন্ধ্যা ৭.০০ ঘটিকায় সিকস’র কেন্দ্রীয় কার্যালয়ে সিলেট কল্যাণ সংস্থার কার্যকরী কমিটি, সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থার বিভাগীয় কমিটি, সিলেট জেলা কমিটি, সুনামগঞ্জ জেলা কমিটি, মৌলভীবাজার জেলা কমিটি, হবিগঞ্জ জেলা কমিটি ও সিলেট মহানগর কমিটি পূনর্গঠনের লক্ষ্যে বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সভায় ৭টি কমিটি পূনর্গঠন সহ সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি জনসম্মুখে সিগারেট সহ সবধরনের মাদক সেবন বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহন করার জন্য প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি সভা থেকে জোর দাবি জানানো হয়। জনসম্মুখে সবধরের ধুমপান বন্ধে আইন অনুযায়ী জরিমানা সহ কার্যকর পদক্ষেপ গ্রহনের জোর দাবি জানান বক্তারা।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে জাতীয় যুব দিবস-২০১০ এ জাতীয় যুব পুরস্কার শ্রেষ্ঠ যুব সংগঠক পদকপ্রাপ্ত সংস্থাগুলোর প্রতিষ্ঠাতা সভাপতি ও সিলেট কল্যাণ সংস্থার কার্যকরী কমিটির সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহেরের সভাপতিত্বে ও সিবিযুকস’র বিভাগীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ সাজ্জাদ খানের পরিচালনায় বিশেষ সভায় সাংগঠনিক বিষয় এবং সিলেট মহানগর ও বিভাগের বিভিন্ন চিহ্নিত দাবী উপস্থাপন করে বক্তব্য রাখেন সিকস’র কার্যকরী কমিটির সাধারণ সম্পাদক মোঃ জিয়াউর রহমান, সিবিযুকস’র বিভাগীয় কমিটির সভাপতি আলহাজ্জ মুখতার আহমেদ তালুকদার, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ মকবুল চৌধুরী, যুব ও ক্রীড়া সম্পাদক মোঃ আল-আমিন আহমদ, সহ-প্রচার সম্পাদক শাহীন আহমদ, সিলেট মহানগর কমিটির সভাপতি হুমায়ুন রশিদ চৌধুরী, সহ-সভাপতি জাকারিয়া মোহাম্মদ সালাউদ্দিন সাকের, সাংগঠনিক সম্পাদক সৈয়দ রাসেল, প্রচার সম্পাদক দিপক কুমার মোদক বিলু, সিলেট জেলা কমিটির সহ-সাধারণ সম্পাদক মখছুছুর রহমান, প্রচার সম্পাদক পিযোষ মোদক, সুনামগঞ্জ জেলা কমিটির সহ-সভাপতি আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ মহিবুর রহমান মুহিব, সচেতন যুবসমাজের পক্ষ থেকে মোঃ আশরাফ উদ্দিন, মুহাম্মদ শাহনুর আলী, যাকওয়াম আহমদ ও আঃ রহমান। সভায় যুক্তরাজ্য থেকে বাংলাদেশী প্রবাসী জাকির হোসেন সিলেট প্রবাসী কল্যাণ সংস্থার সাধারণ সদস্য পদ গ্রহণ করায় অভিনন্দন জানানো হয়।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *