উল্টো রথযাত্রা কাল: নগরীর যে রুটে উল্টো রথযাত্রা উৎসব

উল্টো রথ টানার মধ্য দিয়ে কাল সোমবার (১৫ জুলাই) শেষ হবে ইসকন আয়োজিত শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা উৎসব।

ইসকন সিলেটের রথযাত্রা শোভাযাত্রার রুট হলো নগরীর ইসকন মন্দির থেকে শুরু হয়ে রিকাবীবাজার-চৌহাট্টা পয়েন্ট-জিন্দাবাজার-বন্দর পয়েন্ট-তালতলা পয়েন্ট -মির্জাজাঙ্গাল পয়েন্ট -লামাবাজার পয়েন্ট -রিকাবীবাজার হয়ে ইসকন মন্দিরে গিয়ে শেষ হবে।

ইসকন সিলেটের পক্ষ থেকে জানানো হয়, যথারীতি ধর্মীয় রীতিনীতি পালনের মধ্য দিয়ে শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথের অনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হবে।

এর আগে ৭ জুলাই নগরীর ইসকন মন্দিরে শ্রীশ্রীজগন্নাথদেবের রথযাত্রা শুরু হয়েছে।শ্রাস্ত্ররীতি অনুসারে জগন্নাথ, বলরাম ও বোন সুভদ্রামহারানীর রথ টেনে শোভাযাত্রা বের হয়েছে।

সনাতন ধর্মাবলম্বীরা জানান, ভগবান শ্রীশ্রী জগন্নাথদেব হলেন জগতের নাথ বা অধীশ্বর। জগৎ হচ্ছে বিশ্ব আর নাথ হচ্ছেন ঈশ্বর। তাই জগন্নাথ হচ্ছেন জগতের ঈশ্বর। তাঁর অনুগ্রহ পেলে মানুষের মুক্তি লাভ হয়। জীবরূপে তাঁকে আর জন্ম নিতে হয় না। এ বিশ্বাস থেকেই রথযাত্রা করেন সনাতন ধর্মাবলম্বীরা।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *