বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদের ডাকে দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সিলেট জেলা ও মহানগর কমিটির আহ্বানে, ঢাকায় মিরনজিল্লা হরিজন সম্প্রদায়দের জোরপূর্বক উচ্ছেদ প্রক্রিয়ার বিরুদ্ধে দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের ভূমি দখলের চির অবসান এবং নির্যাতন নিপীড়ন অনতিবিলম্বে বন্ধের দাবীতে শনিবার (১৩ জুলাই) বিকাল ৪টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার সম্মুখে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদ, সিলেট মহানগর শাখার সভাপতি এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দেব এর পরিচালনায় প্রতিবাদে অংশ নেন সংগঠন সমূহের সিলেট জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দ সহ সর্বস্তরের জনগণ।
বিক্ষোভ মিছিল পূর্বক সমাবেশে বক্তারা বলেন, শতাব্ধি কাল থেকে হরিজন সম্প্রদায়ের জনগোষ্ঠীর বসতভিটা পরিকল্পিতভাবে উচ্ছেদ প্রক্রিয়া অত্যন্ত ন্যাক্কারজনক কাজ। একটি সম্প্রদায়ের মানবাধিকার রক্ষা করা সরকারের দায়িত্ব। বক্তারা দেশের হরিজন সম্প্রদায় সহ বিভিন্ন স্থানে সংখ্যাঘুদের ভূমি দখল, নির্যাতন-নিপীড়ন বন্ধে মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। তারা বলেন, মুুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত দেশে আমরা আজও নিজেদের বসতভিটা, অধিকার নিয়ে সঙ্কায় থাকবো এটা মেনে নেয়া যায় না। বক্তারা নিজেদের অধিকার রক্ষায় প্রয়োজনে রাজপথে আরও কঠোর কর্মসূচী পালনের কথা ব্যক্ত করেন।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মলয় পুরকায়স্থ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোপিকা শ্যাম পুরকায়স্থ, পূজা উদযাপন পরিষদ মহানগর শাখার সভাপতি রজত কান্তি গুপ্ত, ঐক্য পরিষদ সহ সভাপতি ডিকন নিঝুম সাংমা, সহ সভাপতি এডভোকেট বিজয় কৃষ্ণ বিশ্বাস, ঐক্য পরিষদ জেলা শাখার সাধারণ সম্পাদক কৃপেশ চন্দ্র পাল, পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক এডভোকেট রঞ্জন ঘোষ, মহানগর শাখার সাধারণ সম্পাদক চন্দন দাস, ঐক্য পরিষদ জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মানিক লাল দে, মহানগর শাখার সাধারণ সম্পাদক এডভোকেট দেবব্রত চৌধুরী লিটন, ঐক্য পরিষদ বিশ্বনাথ উপজেলা শাখার সভাপতি শংকর দাস শংকু, জেলা পূজা উদযাপন গণসংযোগ বিষয়ক সম্পাদক উজ্জল চন্দ, হরিজন ঐক্য পরিষদ সভাপতি সুজন পাল, বিমল পাল, নিখিল মালাকার, ছাত্র ঐক্য পরিষদ মহানগর শাখার সভাপতি হিমেল তালুকদার রাবেল, জেলা শাখার ছাত্র ঐক্য পরিষদের সদস্য সচিব নিখিল পাল পান্ত প্রমুখ। বিজ্ঞপ্তি
হরিজন সম্প্রদায়সহ সংখ্যালঘু ও ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠির ভূমি অধিকার রক্ষা করে নির্যাতন নিপীড়ন বন্ধে সরকারকে আন্তরিক হওয়ার আহ্বান
কমেন্ট