রোটারি পাস্ট ডিস্ট্রিক্ট গভর্নর লে কর্নেল এম আতাউর রহমান পীর বলেছেন, বিশ্বব্যাপী বন্ধুত্বের ধারাবাহিকতা অব্যাহত রাখতেই রোটারির জন্ম। আমাদের বাংলাদেশে রোটারি অংগনে ব্যাপক সাড়া জাগিয়েছে। সিলেট ইস্ট রোটারি ক্লাব সেই সাড়াকে আরো এগিয়ে নিয়ে যাবে।
তিনি বৃহস্পতিবার (১১ জুলাই) রাতে নগরীর পূর্ব জিন্দাবাজারের এক অভিজাত হোটেলে রোটারী ক্লাব অব সিলেট ইস্ট এর নতুন রোটা বর্ষের প্রথম নিয়মিত সভা ও কলার হেন্ড ওভার প্রোগ্রাম অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
রোটারিয়ান নিজাম আল-দ্বীন এর সভাপতিত্বে ও রোটারিয়ান মাহমুদুল হাসান এর পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন রোটারিয়ান কামরুজ্জামান চৌধুরী রুম্মান ডেপুটি ডিস্ট্রিক্ট কো-ওরডিনেটর (এডমিন), পিপি রোটারিয়ান সৈয়দ আশরাফ আহমেদ ডেপুটি ডিসট্রিক্ট কো-অর্ডিনেটর (ফেলোশিপ), রোটারিয়ান কবির উদ্দিন ডেপুটি ডিস্ট্রিক্ট কোর্ডিনেটর (ফাইনান্স) এবং ক্লাবের চার্টার প্রেসিডেন্ট রোটারিয়ান এডভোকেট রুহুল হুদা, ক্লাবের সাবেক সভাপতি রোটারিয়ান মিজানুর রহমান। অনুষ্ঠানে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন রোটারিয়ান পিপি ইকবাল আহমেদ, রোটারি ক্লাব অব সিলেট অরেঞ্জ সিটির প্রেসিডেন্ট রাজু আহমেদ ক্লাবএর আইপিপি রোটারিয়ান আশরাফ মিয়া।ক্লাবের প্রেসিডেন্ট ইলেক্ট রোটারিয়ান সারওয়ার হোসেন বাদল, রোটারিয়ান উজ্জ্বল দেবনাথ, রোটারিয়ান খায়রুল ইসলাম। বিজ্ঞপ্তি
বিশ্বব্যাপী বন্ধুত্বের অনন্য দৃস্টান্ত স্থাপন করেছে রোটারি ক্লাব: এম আতাউর রহমান পীর
কমেন্ট