নদী ভাঙন রোধ ও স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের দাবিতে সিলেটে জকিগঞ্জবাসীর মানববন্ধন

বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চল জকিগঞ্জ। ভারতের বরাক নদী থেকে সুরমা-কুশিয়ারা নদীর উৎপত্তি, প্রতিবছর নদীর ভাঙনে বর্ষা মৌসুমে নির্ঘুম রাত কাটাচ্ছে জকিগঞ্জের নদী তীরবর্তী এলাকার মানুষরা। নদীর পানির প্রবল স্রোতে বিলীন হয়ে যাচ্ছে বাড়িঘর, ফসলী জমি, কৃষিজমি, কাঁচা-পাকা রাস্তা, গাছপালাসহ নানা স্থাপনা নদীতে বিলীন হয়ে যাচ্ছে। সুরমা-কুশিয়ারার ভাঙন রোধ এবং স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের দাবীতে শনিবার (৬ জুলাই) বিকেল ৪ টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সিলেটস্থ সচেতন জকিগঞ্জবাসীর উদ্যোগে এক মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়।
বিশিষ্ট শিক্ষাবিদ, সার্ক ইন্টারন্যাশনাল কলেজের প্রিন্সিপাল মহিউদ্দিন ফারুক এর সভাপতিত্বে ও সাংবাদিক মো. হাবিবুর রহমানের পরিচালনায় মানববন্ধনের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হৃদয়ে জকিগঞ্জের সভাপতি মো. শাহীদুর রহমান।
স্বাগত বক্তব্য রাখেন জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি  জামাল আহমদ। বন্যা প্রতিরোধ ও দূর্যোগকালীন ক্ষয়ক্ষতি কমিয়ে আনার লক্ষ্যে ৬ দফা লিখিত বক্তব্য পাঠ করনে  সিলেটস্থ সচেতন জকিগঞ্জবাসীর সমন্বয়ক রোটারিয়ান মাজহারুল ইসলাম জয়নাল।
বর্ষা মৌসুমে প্রতি বছরই নদীর বাঁধ ভাঙনে ঘর-বাড়ি, স্থাপনা, ফসলি জমি ও পরিবেশ বিপর্যয় ঘটছে। বাড়ছে ভূমিহীন মানুষের সংখ্যাও। তাই নদীভাঙন রোধে দ্রুত স্থায়ী বাঁধ নির্মাণের দাবি জানান বক্তারা।
মানববন্ধনে বক্তব্য রাখেন শিক্ষাবিদ অধ্যাপক ইমদাদুর রহমান চৌধুরী, সেইভ জকিগঞ্জের সিনিয়র সহ সভাপতি মাওলানা মো. মুখলিছুর রহমান, মানবাধিকার কর্মী মারুফ বখতিয়ার চৌধুরী খুররম, প্রিন্সিপাল মাওলানা মঞ্জুরে মাওলা, একাত্তর টিভির সিলেটের ব্যুরো প্রধান হোসাইন আহমদ সুজাদ, শিক্ষানবিশ আইনজীবী জুবায়ের আহমদ, একাডেমাস কোচিং হোমের পরিচালক খালেদ আহমদ, জকিগঞ্জ সোসাইটির সেক্রেটারী আজিজুর রহমান তাপাদার, আমাদের সময়ের সম্পাদক কবি আলিম উদ্দিন আলম, মানবসেবা ফাউন্ডেশনের সমন্বয়ক তানভীর আল হাসান, খলাছড়া ফ্লাড কন্ট্রোল টিমের মুখপাত্র মোহাম্মদ কামরুজ্জামান, জেডএসওর সভাপতি হাবিবুর রহমান মাছরুর, পুসাজ এর সভাপতি সিদ্দিকুর রহমান সুজন, সাধারণ সম্পাদক ফাহাদুল ইসলাম, জেডএসসির সাবেক সভাপতি সাকিব আল হাসান, মামুনুর রশীদ, বর্তমান সভাপতি আরাফাত রহমান, হৃদয়ে জকিগঞ্জের সাধারণ সম্পাদক এম রুহেল লস্কর, এম এ ওয়াহিদ চৌধুরী, স্বপ্নচুড়ার মো. মিজানুর রহমান প্রমুখ।
মানববন্ধনে জকিগঞ্জের বিভিন্ন সামাজিক সংগঠনের নেতাকর্মীরা অংশ গ্রহণ করেন। সংগঠনগুলোর মধ্যে রয়েছে, হৃদয়ে জকিগঞ্জ, জকিগঞ্জ এসোসিয়েশন, জকিগঞ্জ সোসাইটি, মানবসেবা ফাউন্ডেশন, পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট এসোসিয়েশন অব জকিগঞ্জ, সেইভ জকিগঞ্জ,স্বপ্নচূড়া ওয়েলফেয়ার এসোসিয়েশন, সিলেট, জকিগঞ্জ স্টুডেন্ট কমিউনিটি, জকিগঞ্জ স্টুডেন্ট অর্গানাইজেশন অব সাস্ট। বিজ্ঞপ্তি

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *