গাছ লাগালে হবে না, গাছের যথার্থ যত্ন নেয়া প্রয়োজন

পরিবেশ রক্ষার জন্য একান্ত জরুরী হচ্ছে গাছ। বৃক্ষ অক্সিজেন সরবরাহকারী, বৃক্ষ পরিশোধনের কাজ করে। পরিবেশ বিপর্যয়ের ভয়াবহতা থেকে রক্ষা পেতে কেবল গাছ লাগালে হবে না, গাছের যথার্থ যত্ন নেয়া প্রয়োজন।
সোমবার (১জুলাই) রোটাবর্ষের ২০২৪-২০২৫ এর প্রথম দিনে রোটারি ক্লাব অব সিলেট সেন্ট্রালের উদ্দ্যোগে নগরীর বালুচর সরকারী প্রাথমিক স্কুলে বৃক্ষরোপন কর্মসূচি পালনকালে বক্তারা এসব কথা বলেন।
ক্লাবের প্রেসিডেন্ট রোটারিয়ান আব্দুর রহমান আর এফ এস এম এর সভাপতিত্বে ও পিপি রোটারিয়ান এম এ রহিম আর এফ এস এম এর পরিচালনায় অন্যানোর মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্যে রাখেন পিপি রোটারিয়ান বিকাশ কান্তি দাস পি এইচ এফ, রোটারিয়ান আবুল বশর পি এইচ এফ, পিপি রোটারিয়ান আব্দুল মুকিত আর এফ এস এম, রোটারিয়ান মনছুর আহমদ পি এইচ এফ প্রমুখ।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *