”পড়ন্ত বিকেলে”

ঝলমলে রুদ্দুরে পড়ন্ত বিকেলে

চলে যেতে যেতে রাস্তার মোড়ে,
উড়িছে দেখি একঝাঁক টিয়া পাখিরে
এ যেনো ঐক্যের বার্তা বয়ে আনে ।
জমাজলে একাকার,
রাস্তার এপাশে ওপাশে,
মাছ ধরে নিয়ে যায় নৌকায় জেলে।
কোথাওবা রাস্তার উপর দিয়ে
বয়ে যায় জল কলকল তানে।
জলের উপর রবির আলোয়
ঝলমল করে, এ যেনো
মরুভূমির দুর বালুকার পারে।
রবির কিরণ যেতে যেতে
সন্ধ্যা নেমে আসে,
সঙ্গে চড়ুই পাখিদের কিচিরমিচিরে
ঐক্যতানে তাল মিলে গোধূলি লগনে
মিশে একাকার উলুধ্বনির সুরে।
গোধূলি শেষে নিস্তব্ধ আকাশের
তারা-ধ্রুবতারার দেখা মেলে,
যেন মনে হয় হাস্যজ্যোল চোখে
কি যেন দেখে ধরিত্রীর বুকে,
পরিশেষে, সবাই শান্ত হয়ে যায়
নিস্তব্ধ রাতে ।

গৌরীশ দাস
ভারত, কাছাড় (আসাম)

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *