জনগণের প্রতিনিধি হিসেবে জনগণের জন্যে আমাদের দায়বদ্ধতা রয়েছে:জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মোঃ নাসির উদ্দিন খান

সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মোঃ নাসির উদ্দিন খান বলেছেন, জনগণের প্রতিনিধি হিসেবে জনগণের জন্যে আমাদের দায়বদ্ধতা রয়েছে। এজন্যে জনগণের প্রত্যাশা পূরণে আমাদেরকে সবসময় নিবেদিত-নিষ্ঠাবান হতে হবে। এই দৃষ্টিভঙ্গীকে সামনে রেখেই জেলা পরিষদ সিলেট-এর বাজেট প্রণয়ন করা হয়েছে। আমাদেরকে মনে রাখতে হবে ‘শেখ হাসিনার মুলনীতি, গ্রাম-শহরের উন্নতি’।

জেলা পরিষদ সিলেট-এর ২০২৪-২০২৫ অর্থ বছরের বাজেট অনুমোদনসভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। রোববার (৩০ জুন) জেলা পরিষদের কনফারেন্স রুমে অনুষ্ঠিত সভায় জেলা পরিষদ সিলেট-এর আওতাভুক্ত গ্রাম ও শহরাঞ্চলের উন্নয়নের লক্ষ্যে একশ কোটি দশ লক্ষ টাকার বাজেট অনুমোদন করা হয়।

বাজেট অনুমোদন সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জেলা পরিষদ সিলেট-এর প্রধান নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ কুমার সিংহ, সিলেট জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ মোঃ মতিউর রহমান, প্যানেল চেয়ারম্যান-৩ আমাতুজ জাহুরা রওশন জেবীন, কানাইঘাট উপজেলা চেয়ারম্যান মোস্তাক আহমদ পলাশ, সিলেট জেলা পরিষদের সাধারণ সদস্য মোঃ মোছাদ্দিক আহমদ, নাহিদ হাসান চৌধুরী, মোঃ নাসির উদ্দিন, মোঃ আ: হামিদ, ফয়জুল ইসলাম (ফয়সল), মোহাম্মদ খছরুল হক, সুবাস দাস, আপ্তাব আলী কালা মিয়া, ইফজাল আহমদ চৌধুরী,  সিলেট জেলা পরিষদের সংরক্ষিত সদস্য সুষমা সুলতানা রুহি, হাছিনা বেগম, তামান্না আক্তার হেনা, মনিজা বেগম প্রমুখ।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *