ধোপাগুল এলাকায় বিদ্যুতের এনালগ মিটার বহাল রাখার দাবীতে মতবিনিময় সভা

এয়ারপোর্ট থানাধীন ধোপাগুল এলাকায় বিদ্যুতের এনালগ মিটার বহাল রাখার দাবী, ডিজিটাল মিটার বাতিল করা, উপ-সহকারী প্রকৌশলী আমির হোসেন এবং পিডিবির সহকারী প্রকৌশলী আসিফ জুলকার নাঈম কর্তৃক সাধারণ মানুষকে হয়রানীর প্রতিবাদ ও তদন্তের দাবীতে বুধবার (২৬ জুন) রাতে ধোপাগুল বাজারে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
এয়ারপোর্ট থানা পাথর ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি হাজী নাছির উদ্দিন এর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক জয়নুল হক এর পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন এয়ারপোর্ট থানা পাথর ব্যবসায়ী মালিক সমিতির উপদেষ্টা আজির মিয়া, সদস্য সচিব আব্দুল হক, সদস্য রিমন হাসান, ব্যবসায়ী হাবিবুর রহমান, মাসুক মিয়া, নজরুল, আতাউর রহমান, বাহার উদ্দিন, ফয়জুল হক, মাইশা ষ্টোন ক্রাশারের প্রোপাইটর রোমন আহমদ প্রমুখ।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, এনালগ মিটার থাকায় আমরা অনেক সুবিধাভোগ করতেছি। কিন্তু পিডিবি ডিজিটাল মিটার লাগানোর জন্য পায়তারা করছে। যদি এসব মিটার লাগানো হয় তাহলে সাধারণ মানুষ খুব কষ্ট ভোগ করবে। তাই দ্রুত ডিজিটাল মিটারের সিদ্ধান্ত বাতিল করে এনালগ মিটার বহাল রাখতে হবে। বিগত সময়ে ইঞ্জিনিয়ার আমির হোসেন আমাদের এলাকার বিভিন্ন মানুষকে নানানভাবে হয়রানি করে। বর্তমানেও তার এ কর্মকান্ড আরো দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এ ব্যাপারে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়ার জন্য উর্ধ্বতন মহলের প্রতি মতবিনিময় সভা থেকে অনুরোধ জানানো হয়। বিজ্ঞপ্তি

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *