প্রতিকুলতার মধ্যেও মানুষের সেবায় আত্মনিয়োগ করাই মহানুভবতার পরিচায়ক: অধ্যক্ষ মোঃ সুজাত আলী রফিক

মানুষের পাশে তাদের দুর্যোগে যারা দাঁড়ায়, তারাই মানবতার কারিগর। নিজের জন্যে শুধু ঝামেলামুক্ত জীবন নয়, প্রতিকুলতার মধ্যেও মানুষের সেবায় আত্মনিয়োগ করাই মহানুভবতার পরিচায়ক। সেই আলোকে বন্যার্ত মানুষের পাশে আমাদেরকে দাঁড়াতে হবে।

জ্যোতি ফাউন্ডেশনের উদ্যোগে শনিবার ২২ জুন বিকেলে সিলেট সদর উপজেলার হাটখোলা ইউনিয়নের বড়কাপন মাদ্রাসা প্রাঙ্গণে বানভাসি মানুষের মধ্যে শুকনো খাবার বিতরণকালে সিলেট সদর উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ সুজাত আলী রফিক প্রধান অতিথি’র বক্তব্যে একথা বলেন। জ্যোতি ফাউন্ডেশনের চেয়ারম্যান ছড়াকার নিরঞ্জন চন্দ্র চন্দের প্রয়াত মাতা জ্যোতি চন্দের ৪র্থ মৃত্যু বার্ষিকী উপলক্ষে এ খাদ্য বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন নর্থইস্ট ইউনিভারসিটি’র ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক প্রদীপ কুমার চন্দ, শিক্ষিকা শীলা সাহা, ছড়াকার অজিত রায় ভজন, ছড়াকার কবি ধ্রুব গৌতম, সাবেক মেম্বার তৈবুর রহমান বিরাই, রাজার গাঁও মাদ্রাসা সুপার সেহাবুল হক শরীফ,  পাপ্পু পাল, আব্দুল মান্নান, জাহের আহমদ, সচ্ছ চন্দ্র চন্দ অর্ঘ্য, ধ্রুব চন্দ, অভয় চন্দ, সমাজ কর্মি ডা. জুবায়ের আহমদ, সৈয়দ আবদাল মিয়া, বাবুল আহমদ, নুনু মিয়া, আলীদ মিয়া, ছবর আলী, সামছুল ইসলাম, আক্রম মিয়া প্রমুখ।
আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্থ বানভাসি মানুষের পাশে মানবিক সহায়তায় এগিয়ে আসায় জ্যোতি ফাউন্ডেশনের চেয়ারম্যান নিরঞ্জন চন্দ্র চন্দকে প্রধান অতিথি ধন্যবাদ জানান।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *