আক্ষেপ

     “গৌরীশ দাসভা

রত, কাছাড় ( আসাম)”

যশোজুয়ার উঠেছিল সেদিন,
যেদিন ঘটেছিল
বিদ্যার্জনের ঘনঘটা ।
আশ্লেষে বিদ্যাকে রেখেছিলাম, গুলাল রাঙ্গানো কেরামতি দেখাতে,
আড়ামি পেতে ।
দেখেছিলাম বিদ্যাতে আগন্তুকরূপে।
হায় ! কাদম্বিনী বিদ্যাঙশু মুছিল দৈবাৎ ।
অভিপ্সু ছিলাম, গজদন্ত মিনার গড়তে, গুলবাহার ফুটাতে
বিদ্যাকাননে ।
তবুও হায় —– পারিনি ।
এলো কালবেলা বিদ্যাকাননে,
তাই, গতচেতন আজি ।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *