সংখ্যালঘুদের অধিকার রক্ষায় সংখ্যালঘু কমিশন গঠন সময়ের দাবী : শামসুল আলম সেলিম

সিলেট জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক, সম্মিলিত সাংস্কৃদিত জোটের কেন্দ্রীয় সদস্য, সিলেট বিভাগীয় প্রতিনিধি, নবগটিত একাত্তরের ঘাতক দালাল নির্মুল কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামসুুল আলম সেলিম বলেছেন, সংখ্যালঘুদের অধিকার রক্ষায় সংখ্যালঘু কমিশন গঠন সময়ের দাবী। দেশে সংখ্যালঘুর অধিকার রক্ষায় সরকারের কর্মসূচি পর্যাপ্ত মনে হচ্ছে না। আমরাই সুশীল সমাজকে সঙ্গে নিয়ে জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন করব।’ ‘সমাজে যেকোনো অন্যায়, অবিচারের বিরুদ্ধে দাঁড়ায় একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি। আমরা পদের দাবিদার না। নিজের লাভের জন্য কারও দরজায় দরজায় ঘুরি না। আমরা সেই কাজটি করি যাতে সমাজ উপকৃত হয়।’ তিনি আরো বলেন, নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় আলোকিত করতে একাত্তরের ১১ জন শহিদ বুদ্ধিজীবীর নামে পৃথক তরুণ বিগ্রেড গঠন করা হয়েছে। নিয়মিত প্রশিক্ষণ ও পাঠদান কর্মসূচির মাধ্যমে তাদের আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলা হবে।
তিনি শনিবার (২৫ মে) দুপুরে নগরীর মাছিপুরস্থ মুক্তিযোদ্ধা সংসদের হলরুমে একাত্তরের ঘাতক দালাল নির্মুল সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
একাত্তরের ঘাতক দালাল নির্মুল সিলেট জেলা কমিটির সভাপতি, নবগটিত কমিটির উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ইউনিট কমান্ডের সর্বশেষ নির্বাচিত কমান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট শামসুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন সিলেট মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, একাত্তরের ঘাতক দালাল নির্মুল কমিটি সিলেট মহানগর শাখার সভাপতি এডভোকেট কিশর কুমার কর, অধ্যক্ষ সামছুল ইসলাম, সহ-সভাপতি ও সিলেট জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ ভিপি, মহানগরের সাধারণ সম্পাদক এডভোকেট জাহিদ সারওয়ার সবুজ, জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি মনোজ কপালী মিন্টু, একাত্তরের ঘাতক দালাল নির্মুল কমিটি যুগ্ম সম্পাদক সার্জেন্ট আবুল হোসেন, যুগ্ম সম্পাদক মনোরঞ্জন তালুকদার, সাংগঠনিক সম্পাদক সিরাজ উদ্দিন শিরুল, সাংবাদিক মো: খালেদ মিয়া, বীর মুক্তিযোদ্ধা আবুল কাসেম, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মিহির রঞ্জন দাস, কোষাধ্যক্ষ মো: তারা মিয়া, বিশিষ্ট সমাজকর্মী বিষনু প্রশাদ ভট্টাচার্য্য, কাজী আশরাফ।
আরো উপস্থিত ছিলেন, সাদিকুর রহমান সাদিক, এডভোকেট মো: আব্দুল মতিন, ছয়েফ খান, কালাম আহমদ
মো: তজমুল হোসেন, আব্দুল কাইয়ূম জুয়েল, নুরুজ্জামান জুয়েল, সন্তান কমান্ড সিলেট জেলা শাখার সহ-সভাপতি আতাউর রহমান, সহ-সভাপতি মাহাবুব আলম, সন্তান কমান্ড নেতা ডা. আবুল বাশার জুয়েল, সন্তান কমান্ড নেতা সুমন চৌধুরী, সিলেট সদর উপজেলা সভাপতি এম মো: ইউসুফ আলী, সিনিয়র সহ-সভাপতি মনজুরুল ইসলাম মজনু, সাধারণ সম্পাদক নাঈম আহমদ, সহ-সাধারণ সম্পাদক শাহিদ আলী, প্রচার সম্পাদক করিম আহমদ, অর্থ সম্পাদক এম মো ইব্রাহীম খলিল, দক্ষিণ সুরমা সদর উপজেলা সভাপতি ফয়সল মাহমুদ, সিনিয়র সহ-সভাপতি দুলাল আহমদ, সাধারণ সম্পাদক মো: খোকন আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল আহমদ, ক্রীড়া সম্পাদক লিটন আহমদ, দপ্তর বিষয়ক সম্পাদক শামল দাশ প্রমুখ। বিজ্ঞপ্তি

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *