অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাকিস্তানের স্কোয়াডে থাকছেন যারা

স্পোর্টস ডেস্ক:  অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৮ জনের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সিরিজটি আগামী ১৪ ডিসেম্বর থেকে শুরু হয়ে চলবে ২০২৪ সালের ৭ জানুয়ারি পর্যন্ত।

কিছু দিন আগেই পাকিস্তানের ক্রিকেট দলের প্রধান নির্বাচকের পদে নিযুক্ত হয়েছেন ওয়াহাব রিয়াজ। এই পদের দায়িত্বে আসার পর প্রথমবার দল বাছাই করলেন তিনি। শান মাসুদের নেতৃত্বে এই সিরিজে খেলবে পাকিস্তান দল। প্রথমবারের জন্য পাকিস্তানের অধিনায়কের দায়িত্ব পালন করবেন তিনি।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজের জন্য পাকিস্তানের স্কোয়াড 

শান মাসুদ (অধিনায়ক), আমির জামাল, আবদুল্লাহ শফিক, আবরার আহমেদ, বাবর আজম, ফহিম আশরাফ, হাসান আলি, ইমাম-উল-হক, খুররাম শাহজাদ, মির হামজা, মহম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), মহম্মদ ওয়াসিম জুনিয়র, নোমান আলি, সাইম আয়ুব, সালমান আলি আগা, সরফরাজ আহমেদ (উইকেটরক্ষক), সাউদ শাকিল, শাহীন শাহ আফ্রিদি।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *