সিলেট-৩ আসনে আওয়ামী লীগের মনোনয়নপত্র জমা দিলেন শামীম ইকবাল

আগামী জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জ, দক্ষিণ সুরমা উপজেলা নির্বাচনী আসন থেকে সংসদ সদস্য পদে সোমবার সকালে ঢাকাস্থ আওয়ামী লীগ এর কার্যালয়ে   মনোনয়নপত্র জমা দিলেন সিলেট জেলা যুবলীগের সহ-সভাপতি প্রিন্সিপাল শামীম ইকবাল।

মনোনয়নপত্র জমা শেষে প্রিন্সিপাল শামীম ইকবাল বর্তমান সরকারের উন্নয়ন এবং সফলতা সাধারণ জনগণের মাঝে তুলে ধরেন। তিনি আগামী ৭ জানুয়ারী জাতীয় সংসদ নির্বাচনে বর্তমান সরকারের সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আবারও আওয়ামী লীগকে নির্বাচিত করার আহবান জানান।

তিনি বলেন, একমাত্র আওয়ামী লীগ সরকারের দ্বারাই এদেশে ব্যাপক উন্নয়ন কর্মকান্ড দৃশ্যমান হয়েছে। আমাদের নেত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা প্রমাণ করেছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নে তার সকল প্রচেষ্টা অব্যাহত। শেখ হাসিনার হাত ধরেই বাংলাদেশ সমৃদ্ধশালী দেশে পরিণত হয়েছে। বিজ্ঞপ্তি

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *