ঢাবি বিক্রমপুর পরিবারের বিদায়ী সভাপতি-সা. সম্পাদককে সংবর্ধনা প্রদান

আশরাফ ইকবাল:  বিক্রমপুর পরিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সদ্য সাবেক সভাপতি আতিকুর রহমান (নয়ন) ও সাধারণ সম্পাদক মো. নাহিদুল ইসলামকে সংগঠনের পক্ষ থেকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে। আজ রবিবার (১৯ নভেম্বর) সংগঠনের বর্তমান ও সাবেক অর্ধশতাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে সম্মানসূচক এই সংবর্ধনা প্রদান করা হয়।

সংগঠনের নবনির্বাচিত সভাপতি জয় সাহা এবং সাধারণ সম্পাদক মাহাবুব রহমান তাদের দায়িত্ব গ্রহণ উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত এক অনুষ্ঠানে উক্ত সম্মাননা ক্রেস্ট তুলে দেন।
অনুষ্ঠানে উপস্থিত বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা ও সাবেক শিক্ষার্থী সাজ্জাদ হোসাইন সদ্য বিদায়ী কমিটির প্রসংশা করেন। বিদায়ী কমিটির সভাপতি সম্পর্কে তিনি বলেন, আতিক আমার খুবই স্নেহের। সে দায়িত্ব লাভের আগে থেকেই সকলের সাথে খুব আন্তরিক ছিল। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক কাজের সাথে সম্পৃক্ত থাকায় সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে সে দক্ষতার সাথে দায়িত্ব পালন করতে পেরেছে। কোভিড-১৯ এর সময়ে সংকটে থাকা শিক্ষার্থীদের জন্য বিভিন্ন উৎস থেকে সহযোগিতার ব্যবস্থা করেছিল সে। আতিক নবাগতদের জন্য অনুসরণীয় হয়ে থাকবে।
এছাড়া সদ্য সাবেক সাধারণ সম্পাদক নাহিদুল ইসলামের নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের প্রসঙ্গ তুলে তিনি বলেন, নাহিদ খুবই দায়িত্বশীলতার সাথে তার দায়িত্ব পালন করেছে।

আতিকুর রহমান (নয়ন) বলেন, আমরা চেষ্টা করেছি সঠিকভাবে দায়িত্ব পালনে। সেটা বর্তমান ও সাবেক সকল শিক্ষার্থীর সাপোর্টে আমরা করতে সক্ষম হয়েছি। তবে আমরা কাজের মধ্য দিয়ে অনেক বিষয় শিখেছি যা এই দায়িত্ব না পেলে জানা বা শেখা যেত না। সেজন্য আমাদের ওপর যারা আস্থা রেখেছিলেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আজকের অনুষ্ঠানের জন্য নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে আন্তরিক ধন্যবাদ জানান তিনি।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *