সম্মিলিত সামাজিক আন্দোলন সিলেট জেলা কমিটির মতবিনিময় সভা শুক্রবার

দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ধীরে ধীরে সহিংসতার দিকে ধাবিত হচ্ছে। এই অবস্থা মুক্তিযুদ্ধের বাংলাদেশের পক্ষে কখনোই কল্যাণকর নয়। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চলমান পরিস্থিতি যেকোনো সময়ে আরও ভয়ানক রূপ ধারণ করতে পারে। এরই লক্ষ্যে শুক্রবার (১৭ নভেম্বর) বিকেল সাড়ে ৫টায় নগরীর মীর্জাজাঙ্গালস্থ হোটেল নির্ভানা ইনের হলরুমে সম্মিলিত সামাজিক আন্দোলন সিলেট জেলা কমিটির উদ্যোগে ‘সংঘাত-সহিংসতা নয়, চাই শান্তি, সম্প্রীতি ও সমঝোতা’ শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।

সভায় সিলেটের প্রগতিশীল রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।

উক্ত মতবিনিময় সভায় সকলের মূল্যবান মতামত ও অংগ্রহণের জন্য আহবান জানিয়েছেন সম্মিলিত সামাজিক আন্দোলন সিলেট এর আহবায়ক হিমাংশু মিত্র ও সদস্য সচিব এমএসএ মাসুম খান।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *