ড্রেজার মেশিন’সহ ১৮ নৌকা জব্দ: ৪ জন’কে কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত

সিলেট নিউজ টাইমস্ ডেস্ক:  সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর উপজেলা ধোপাজান-চলতি নদীতে টাস্কফোর্সের অভিযান পরিচালিত হয়েছে। মঙ্গলবার দিনব্যাপী পরিচালিত অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনকালে ড্রেজারসহ ১৮টি নৌকা জব্দ করা হয়।

এছাড়া এ কাজে জড়িত থাকায় ৪ জনকে ২০ দিনের কারাদ- দেন ভ্রাম্যমাণ আদালত। দন্ড-প্রাপ্তরা হল- সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের ডলুরা গ্রামের আমির হোসেনের ছেলে হুমায়ুন কবির (৩০), লাল মিয়ার ছেলে মোশারফ হোসেন (১৮), আব্দুল হাসিমের ছেলে খুরশেদ ও বিশ্বম্ভরপুর উপজেলার আদাং গ্রামের খুরশেদ মিয়ার ছেলে সোহেল।

তবে অভিযানের বিষয়ে সুনামগঞ্জ জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার (রাজস্ব শাখা) মো. সাইফুল ইসলাম জানান, ধোপাজান চলতি নদীতে অবৈধভাবে বালু-পাথর উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। জব্দকৃত নৌকা, বালু ও ড্রেজার মেশিন আইনগত প্রক্রিয়ার মাধ্যমে নিলাম দেওয়া হবে বলে জানান।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *