সিলেট জেলা প্রেসক্লাবের সদস্য সাংবাদিক নেহার রঞ্জন পুরকায়স্তের পিতা অবসরপ্রাপ্ত শিক্ষক নরেশচন্দ্র পুরকায়স্ত পরলোক গমন করেছেন।
আজ বুধবার (১৫ নভেম্বর) তিনি নিজ বাসায় পরলোক গমন করেন।
তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী।
বুধবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তার শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
উল্লেখ্য, মৃত্যুকালে নরেশচন্দ্র পুরকায়স্তের বয়স হয়েছিলো ৮৪ বছর। তিনি ৪ ছেলে ও ১ মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন, ছাত্র-ছাত্রী ও গুণগ্রাহী রেখে গেছেন।
কমেন্ট