সিলেট নিউজ টাইমস্ ডেস্ক: হবিগঞ্জ শহরে নাশকতার চেষ্টার অভিযোগে হবিগঞ্জ জেলা মহিলা দলের সভাপতি সাধারণ সম্পাদকসহ ৩ নারী নেত্রীকে আটক করেছে পুলিশ।
সোমবার সকালে শহরের নতুন বাস টার্মিনাল এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
এ বিষয়টি নিশ্চিত করেন হবিগঞ্জ সদর মডেল থানার (ওসি) অজয় চন্দ্র দেব।
তবে আটককৃতরা হলেন, হবিগঞ্জ জেলা মহিলা দলের সভাপতি ফাতেমা ইয়াসমিন, সাধারণ সম্পাদক সৈয়দা লাভলী সুলতানা ও মহিলা দলের নেত্রী সুমা আক্তার। আটককৃতদের গতকাল বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।
পুলিশ জানায়, বিএনপি ও সমমনা দলগুলোর দেয়া অবরোধের সমর্থনে হবিগঞ্জ জেলা মহিলা দলের সভাপতি ফাতেমা ইয়াসমিনসহ একদল মহিলা নেত্রী বাস টার্মিনাল এলাকায় গিয়ে নাশকতার চেষ্টা করে। এসময় ঘটনাস্থল থেকে ৩ জনকে আটক করে থানায় নিয়ে আসা হয়।
হবিগঞ্জ সদর মডেল থানার (ওসি) অজয় চন্দ্র দেব বলেন, নাশকতার চেষ্টার অভিযোগে তাদেরকে আটক করা হয়েছে। তাদের নামে একাধিক মামলা রয়েছে।