সিরাজদিখানে ঝিকুট ফাউন্ডেশন শিক্ষাবৃত্তি ২৩ পরীক্ষার ফলাফল প্রকাশ

নিজস্ব প্রতিবেদক : মুন্সীগঞ্জের সিরাজদিখানে ঝিকুট ফাউন্ডেশন শিক্ষাবৃত্তি ২৩ পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। শনিবার (১১ অক্টোবর) বিকেল ৪টায় আনুষ্ঠানিকভাবে ঝিকুট ফাউন্ডেশন সিরাজদিখান পরিষদের কার্যালয়ে ফলাফল প্রকাশ করা হয়।

উল্লেখ্য, এ পরীক্ষায় উপজেলার ১১০ প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ৪৬৮ শিক্ষার্থী অংশ নেয়। এর মাঝে মেধাক্রম অনুসারে ৫৫ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়।

ঝিকুট ফাউন্ডেশন শিক্ষাবৃত্তি ২৩ পরীক্ষার ফলাফল অনুষ্ঠানে ঝিকুট ফাউন্ডেশন সিরাজদিখান পরিষদের সভাপতি মোহাম্মদ তরিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতিসংঘের আইসিটি কর্মকর্তা (অব.) ও ঝিকুট ফাউন্ডেশন সাধারণ পরিষদের সভাপতি নজরুল ইসলাম।

ঝিকুট ফাউন্ডেশন কেন্দ্রীয় পরিষদের সদস্য তানিয়া ইসলাম প্রিয়ার পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুই বাংলার প্রখ্যাত রাবিন্দ্র গবেষক ঝিকুট ফাউন্ডেশনের উপদেষ্টা ড. মুহাম্মদ জমির হোসেন ও ঝিকুট ফাউন্ডেশনের উপদেষ্টা কবি শাহানা আফরোজ।

বৃত্তিপ্রাপ্ত ৫৫ জনকে জমকালো অনুষ্ঠান করে নগদ অর্থ, সার্টিফিকেট, সম্মাননা ক্রেস্ট ও অন্যান্য উপহার সামগ্রী প্রদান করা হবে বলে জানান ঝিকুট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আশরাফ ইকবাল।

অনুষ্ঠানে ঝিকুট ফাউন্ডেশনের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন তালহা, শাহিদা পারভীন, রিমি আক্তার, হোসাইন আহমেদ ফারুক, রাফসান ইসলাম রাফি, শাকিবুল ইসলাম সিফাত, মো. রাসেল, খাদিজা আক্তার প্রমুখ।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *