সিলেট নিউজ টাইমস্ ডেস্ক: স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, পৃথিবীর প্রথম রাষ্ট্র হিসাবে বাংলাদেশ কালাজ্বর নির্মূল করতে সক্ষম হয়েছে। এ কারণে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) সনদও দিয়েছে। ডব্লিউএইচওর যে গাইডলাইন ছিল, আমরা সেটা অনুসরণ করে মানসম্মত চিকিৎসা এবং ল্যাব স্থাপনে বিশেষভাবে কাজ করেছি। একইসঙ্গে বাংলাদেশ ফাইলেরিয়া মুক্ত হয়েছে বলেও জানান তিনি।
সোমবার প্রধানমন্ত্রীর কন্যা সায়মা ওয়াজেদের বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের পরিচালক পদে বিজয় লাভ, বাংলাদেশ বিশ্বে প্রথম কালাজ্বর মুক্ত হওয়া ও ফাইলেরিয়া মুক্ত সংক্রান্ত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমরা গত চার বছরের তথ্য ডব্লিউএইচওর কাছে দিয়েছি। তারা রিভিউ (পর্যালোচনা) করে দেখেছেন, বাংলাদেশ আসলেই কালাজ্বর নির্মূল করতে পেরেছে। ৩০ অক্টোবরে সংস্থাটি আমাদের সনদ দেয়। পৃথিবীর অন্য কোনো দেশ এখনো কালাজ্বর মুক্ত হতে পারেনি। আমরা একইসঙ্গে ফাইলেরিয়াও মুক্ত হয়েছি।
তিনি আরও বলেন, সায়মা ওয়াজেদের বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক নির্বাচিত হওয়া পক্ষান্তরে প্রধানমন্ত্রীর সাফল্য ও অর্জন। কারণ দক্ষিণ-পূর্ব এশিয়ার ৮টি দেশের প্রতিনিধিরা সায়মা ওয়াজেদকে ভোট দেওয়ার আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিই আস্থা রেখেছেন।