জগন্নাথপুরে আওয়ামী লীগের উদ্যোগে শান্তি মিছিল,কর্মীসভা ও লিফলেট বিতরণ করা হয়

সিলেট নিউজ টাইমস্ ডেস্ক:  সুনামগঞ্জ জগন্নাথপুরে আওয়ামী লীগের উদ্যোগে শান্তি মিছিল, কর্মীসভা ও লিফলেট বিতরণ করা হয়েছে। রোববার এসব কর্মসূচি পালন করা হয়।

জগন্নাথপুর উপজেলা আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক পৌর মেয়র মিজানুর রশীদ ভূইয়ার সভাপতিত্বে ও উপজেলা আ.লীগের সাবেক প্রচার সম্পাদক হাজী আবদুল জব্বারের পরিচালনায় দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাবেক পররাষ্ট্রমন্ত্রী প্রয়াত জাতীয় নেতা আলহাজ আবদুস সামাদ আজাদের পুত্র কেন্দ্রীয় আ.লীগের কার্যনির্বাহী সদস্য ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৩ আসন থেকে দলীয় মনোনয়ন প্রত্যাশী আজিজুস সামাদ আজাদ ডন।

বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা নুরুল ইসলাম, উপজেলা আ.লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জয়দ্বীপ সূত্রধর বীরেন্দ্র, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাবিবুর রহমান, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি পীর ছালিক আহমদ প্রমুখ।

পরে আজিজুস সামাদ আজাদ ডনের নেতৃত্বে বিএনপির অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে শান্তি মিছিল বের হয়। মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেছে। এছাড়া আজিজুস সামাদ আজাদ ডনের লেখা “যে কারণে নৌকায় ভোট দিবেন” নামক বর্তমান আ.লীগ সরকারের দেশব্যাপী সকল উন্নয়ন কর্মকান্ডের ফিরিস্তি তুলে ধরে একটি লিফলেট প্রকাশ করা হয়।

পরে নিজ লেখা লিফলেট জনতার মধ্যে বিতরণ করেন আজিজুস সামাদ আজাদ ডন। এ সময় দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *