গাজীপুরে দুই বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

সিলেট নিউজ টাইমস্ ডেস্ক: গাজীপুরে পৃথক স্থানে দুইটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গাজীপুর মহানগরীর সদর মেট্রো থানা ও কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় যাত্রীবাহী দুই বাসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা।

গাজীপুর মহানগরীর সদর মেট্রো থানাধীন শিববাড়ির-শিমুলতলী সড়কের বটতলায় নিরাপদ পরিবহণের বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রোববার দিবাগত রাত ২টার দিকে আগুন দেয় দুর্বৃত্তরা। বাসটি শিববাড়ির-শিমুলতলী সড়কের বটতলায় পার্কিং করা অবস্থায় ছিল। জয়দেবপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও সদর থানা পুলিশ ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. আবদুল্লাহ আল আরেফিন জানান, রাত ২টার দিকে সড়কের পাশে পার্কিং করে রাখা বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

অন্যদিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় যাত্রীবাহী একটি বাসে পেট্রল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার ভোর ৪টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ ঘটনা ঘটে। এতে অল্পের জন্য রক্ষা পেয়েছেন বাসের চালক।

বাসটির চালক হাবিবুর রহমান জানান, কেপি পরিবহণের একটি বাস দিয়ে প্রতিদিন ভোরে গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থেকে শ্রমিক নিয়ে কালিয়াকৈর উপজেলার কালামপুর এলাকার একটি কারখানায় যান। প্রতিদিনের মতো আজও ভোরে কোনাবাড়ীর দিকে যাচ্ছিলেন। পথে সফিপুর বাজারে পূর্বপাশে আরেকটি বাসের কারণে তার বাসের গতি কমাতে হয়। এ সময় চার থেকে পাঁচজন যুবক দৌড়ে বাসে ওঠেন। এরপর তারা গাড়িতে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়।

হাবিবুর রহমান বলেন, ৪-৫ জন যুবক যখন বাসে উঠে তখন তাদের বলেছি, ভাই আমি তো কোনো যাত্রী নেব না আপনারা কেন উঠেছেন? তখন তারা আমাকে বলে, তোর কোথাও যাওয়া লাগবে না। এই কথা বলার সঙ্গে সঙ্গে তাদের হাতে থাকা বোতল থেকে তেল ছিটিয়ে দেয়। পরে আগুন দিয়ে পালিয়ে যায়। আমি অল্পের জন্য দৌড়ে নেমে গিয়ে বেঁচে গেছি।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. রায়হান বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই গাড়ির ভেতরের এবং সামনের অধিকাংশ পুড়ে যায়।

কালিয়াকৈর থানার ওসি আকবর আলী খান বলেন, ভোররাতে দুর্বৃত্তরা ঘটনাটি ঘটিয়েছে। তাদের চিহ্নিত করে গ্রেফতার করা হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *