এটিএম বুথ থেকে চুরির ২৬ লক্ষ টাকা উদ্ধার, তিন জন’কে গ্রেফতার করেছে পুলিশ

“সিলেট এটিএম বুথ থেকে চাঞ্চল্যকর ২৬ লক্ষ টাকা চুরির ঘটনার (০৩) তিন জন’কে  গ্রেফতার ও টাকা উদ্ধার  করেছে পুলিশ।

গত ০৩/১১/২০২৩খ্রিঃ তারিখ মামলার বাদী সন্দীপন দাস (৩৯), থানা-শাল্লা, জেলা-সুনামগঞ্জ, বর্তমান থানা-কোতোয়ালী মডেল, জেলা-সিলেট (সিকিউরেক্স প্রাইভেট কোম্পানী লিমিটেড এর সিলেট জোনের এটিএম বুথের ইনচার্জ) থানায় হাজির হইয়া লিখিতভাবে এজাহার দায়ের করেন যে,গত ২৮/১০/২০২৩খ্রিঃ তারিখ দিবাগত রাত অনুমান ১১.৫৫ -ঘটিকা হইতে ২৯/১০/২০২৩খ্রিঃ -তারিখ রাত অনুমান ১২.১৫ ঘটিকার মধ্যবর্তী সময়ে এয়ারপোর্ট থানাধীন সুবিদবাজারস্থ ডাচ বাংলা ব্যাংকের এটিএম বুথ নং-৫১৫ এর ভিতর হইতে এজাহার নামীয় আসামী আলবাব হোসেন – লিমন (২২), থানা-জকিগঞ্জ, জেলা-সিলেট ও ২। আমিনুল হক(২৪), থানা-মোগলাবাজার, জেলা-সিলেট’সহ অজ্ঞাতনামা আরো ১/২ জন সহ এটিএম বুথ হইতে সর্বমোট ২৬,৩২,০০০/-টাকা চুরি করিয়া নিয়া যায়।

বাদীর উক্ত এজাহারের ভিত্তিতে এয়ারপোর্ট থানার মামলা নং-০২, তাং-০৩/১১/২০২৩খ্রিঃ, ধারা-৩৮১/৩৪ পেনাল কোড রুজু করা হয়।

তবে মামলা রুজুর পর পরেই জনাব মোঃ আজবাহার আলী শেখ, পিপিএম, উপ-পুলিশ কমিশনার (উত্তর) মহোদয়ের দিক নির্দেশনায় মামলা তদন্তকারী অফিসার এসআই(নিঃ)- গৌতম চন্দ্র দাশ মামলার এজাহার নামীয় ১নং আসামী আলবাব হোসেন – লিমন (২২) কে গত ০৩/১১/২০২৩খ্রিঃ তারিখ এসএমপি’র শাহপরাণ(রহঃ) থানাধীন শিবগঞ্জ পয়েন্ট হইতে গ্রেফতার করেন।

 

উক্ত আসামী আলবাব হোসেন – লিমন(২২) কে জিজ্ঞাসাবাদ করিয়া তাহার দেওয়া তথ্যমতে জকিগঞ্জ থানাধীন তাহার বসত বাড়ী হইতে জনাব সাদেক কাউসার দস্তগীর, অতিরিক্ত উপ-পুলিশ কমিশার (অপরাধ-উত্তর), জনাব মোহাম্মদ মঈন উদ্দিন, অফিসার ইনচার্জ, পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব দেবাংশু কুমার দে, এয়ারপোর্ট থানা, এসএমপি, সিলেট, এসআই(নিঃ)/প্রণব রায়, এসআই(নিঃ)/মোঃ ইব্রাহিম সরকার, কং/১১০৬ আলমগীর হোসেন, কং/১৪৫২ বিলাস দত্ত সহ অভিযান পরিচালনা করিয়া গত ০৪/১১/২০২৩খ্রিঃ তারিখ রাতে নগদ ১০,০০,০০০/- টাকা উদ্ধার করেন।

আসামী আলবাব হোসেন -লিমন(২২) কে জিজ্ঞাসাবাদ করিয়া তাহার দেওয়া তথ্যমতে এসআই(নিঃ) গৌতম চন্দ্র দাশ সঙ্গীয় এএসআই(নিঃ) বেলাল হোসেন, কং/১১১৯ সাইদুর রহমান, কং/১৪৯৮ মোঃ ফারুক হোসেন সহ অভিযান পরিচালনা করিয়া ভৈরব থানাধীন উজানভাটি হোটেল সামনে হইতে গত ০৪/১১/২০২৩খ্রিঃ তারিখ নুরুল ইসলাম মুন্না(২৫), পিতা-সিদ্দেক আলী, থানা-মোগলাবাজার, জেলা-সিলেট, বর্তমান ঠিকানা-কদমতলী, বাসা নং-১০৮, স্বর্ণশিখা আ/এ, থানা-দক্ষিণ সুরমা, জেলা-সিলেটকে গ্রেফতার করতঃ তাহার নিকট হইতে নগদ ২,৫০,০০০/-টাকা উদ্ধার করেন।

আসামীর দেওয়া তথ্যমতে জনাব সাদেক কাউসার দস্তগীর, অতিরিক্ত উপ-পুলিশ কমিশার (অপরাধ-উত্তর), জনাব জহিরুল ইসলাম, সহকারী পুলিশ কমিশনার, এয়ারপোর্ট থানা, পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব দেবাংশু কুমার দে, এয়ারপোর্ট থানা, এসএমপি, সিলেট সঙ্গীয়  এসআই(নিঃ)/গৌতম চন্দ্র দাশ, এসআই(নিঃ)- প্রণব রায়, এসআই(নিঃ)-মোঃ ইব্রাহিম সরকার সহ অভিযান পরিচালনা করিয়া নুরুল ইসলাম মুন্না(২৫), পিতা-সিদ্দেক আলী, সাং-সাং-নৈখাই, মাঝপাড়া,থানা-মোগলাবাজার, জেলা-সিলেট, বর্তমান ঠিকানা-কদমতলী, বাসা নং-১০৮, স্বর্ণশিখা আ/এ, থানা-দক্ষিণ সুরমা, জেলা-সিলেটকে ভৈরব থানাধীন উজানভাটি হোটেলের সামনে হইতে গ্রেফতার পূর্বক তাহার দেওয়া তথ্যমতে তাহার বর্তমান ঠিকানার বসত ঘর হইতে ৫,৩৫,০০০/- (পাঁচ লক্ষ পয়ত্রিশ হাজার) টাকা উদ্ধার করেন।

পরবর্তীতে এসআই(নিঃ)-গৌতম চন্দ্র দাশ আমিনুল হক(২৪), থানা-মোগলাবাজার, জেলা-সিলেটকে ডিএমপি’ ঢাকার মতিঝিল থানাধীন সাজেদা টাওয়ার সিকিউরেক্স কোম্পানীর অফিস হইতে গ্রেফতার পূর্বক তাহার দেওয়া তথ্যমতে নগদ ২১,০০০/-(একুশ হাজার টাকা) উদ্ধার করেন। অত্র মামলা সংক্রান্তে চোরাইকৃত ২৬,৩২,০০০/-টাকা হইতে সর্বমোট নগদ ১৮,০৬,০০০/-(আটারো লক্ষ ছয় হাজার) টাকা উদ্ধার করা হয়।

আসামীদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, অবশিষ্ট চোরাইকৃত ৬,৭৮,০০০/- টাকা বিভিন্ন একাউন্ট, এটিএম বুথ ও নগদ একাউন্টে জমা আছে এবং অবশিষ্ট ১,৪৮,০০০/-টাকা আসামীগন বিভিন্নভাবে খরচ করিয়াছে। উদ্ধার অভিযান অব্যাহত আছে।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *