দৈনিক সিলেটের সম্পাদক মণ্ডলীর সভাপতি, সিলেটের প্রথম বেসরকারী বিশ^বিদ্যালয় লিডিং ইউনিভার্সিটি ও জালালাবাদ রাগীব-রাবেয়া কলেজ ও হাসপাতালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান দানবীর ড. রাগীব আলী বলেছেন, ফটো সাংবাদিকরা সমাজের কল্যাণে কাজ করেন। তাই আমাদের সকলের উচিত যার যার অবস্থান থেকে সহযোগিতা করা। আমি আমৃত্যু ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির পাশে থাকবে। সিলেটের ফটো সাংবাদিকদের পাশে আমি অতিথিতে ছিলাম আগামীতেও থাকবে ইনশাল্লাহ। আমি ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সাংগঠনিক কার্যক্রম পরিচালনার জন্য একটি স্থায়ী অফিস প্রদান করেছি। প্রয়োজনে আগামীতে তাদের যেকোন ধরনের সহযোগিতা এগিয়ে আসবে।
শনিবার (৪ নভেম্বর) রাতে মালনীছড়া বাংলোতে বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ তার সাথে সৌজন্য স্বাক্ষাত কালে তিনি একথাগুলো বলেন।
এসোসিয়েশনের সভাপতি আব্দুল বাতিন ফয়সলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলামের পরিচালনায় স্বাক্ষাত কালে উপস্থিত ছিলেন, এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি আতাউর রহমান আতা, এসোসিয়েশনের সহ-সাধারণ সম্পাদক শাহীন আহমদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রেজা রুবেল, সদস্য দুলাল হোসেন, জাবেদ আহমদ, ইকবাল মুন্সি, শেখ আব্দুল মজিদ, শিপন আহমদ, মামুন হোসেন, একরাম হোসেন, আব্দুল খালিক প্রমুখ।
এসময় সংগঠনের পক্ষথেকে দানবীর ড. রাগীব আলী সম্মাননা স্মারক প্রদান করা হয়।