১৭ পিস ইয়াবা ট্যাবলেট’সহ ০১ জন’কে গ্রেফতার করেছে পুলিশ

সিলেট এয়াপোর্ট থানা পুলিশের অভিযান চালিয়ে ১৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার পূর্বক ০১ জন আসামীকে  গ্রেফতার করেছে পুলিশ।

গত ০৩/১১/২০২৩-খ্রিঃ তারিখ রাত ১৯.৩০ ঘটিকার সময় ঘটনাস্থল এয়ারপোর্ট থানাধীন বড়শালা সাকিনস্থ পাহাড়তলী আ/এ জনৈক মৃত জিয়া উদ্দিন চৌধুরীর বাড়ীর কেয়ারটেকার কামাল আহমদ @ লুৎফর এর বসত ঘর হতে ধৃত আসামী ১। কামাল আহমদ @ লুৎফর (৪০) এর দখল হতে মোট ১৭(সতের) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার পূর্বক জব্দ করেন। পরবর্তীতে থানায় হাজির হয়ে ধৃত আসামীর বিরুদ্ধে এজাহার দায়ের করলে এয়ারপোর্ট থানায় মামলা রুজু করা হয়। গ্রেফতারকৃত আসামীকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

তবে অভিযান পরিচালনাকারী অফিসার ও ফোর্সবৃন্দ- জনাব জহিরুল ইসলাম, সহকারী পুলিশ কমিশনার, এয়ারপোর্ট থানা, জনাব মোহাম্মদ মঈন উদ্দিন, অফিসার ইনচার্জ, এয়ারপোর্ট থানা ও পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব দেবাংশু কুমার দে, এয়ারপোর্ট থানা, এসএমপি, সিলেট, এসআই (নিরস্ত্র) আব্দুল কাদির, এএসআই(নিঃ) দেওয়ান তৌফিক ও ফোর্সবৃৃন্দ।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *