“পুলিশ-জনতা ঐক্য করি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি“। এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেট মহানগর কমিউনিটি পুলিশিং কমিটি কর্তৃক ০৪/১১/২০২৩খ্রি: তারিখে কমিউনিটিং পুলিশিং ডে-২০২৩ উদযাপন করা হয়। সকাল ১০.০০ ঘটিকায় এসএমপি পুলিশ লাইন্সে বেলুন ও পায়রা উড়িয়ে কমিউনিটি পুলিশিং ডে-২০২৩ এর শুভ উদ্ভোধন করেন সিলেট মেট্রোপলিটন পুলিশ এর মান্যবর পুলিশ কমিশনার জনাব মোঃ ইলিয়াছ শরীফ, বিপিএম (বার), পিপিএম, মহোদয়। পরবর্তীতে ১০.৩০ ঘটিকায় এসএমপি পুলিশ লাইন্স হতে সিলেট মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে কমিউনিটিং পুলিশিং ডে-২০২৩ উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৌহাট্টা পয়েন্ট হয়ে এসএমপি পুলিশ লাইন্সে এসে শেষ হয়। উক্ত র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশ এর মান্যবর পুলিশ কমিশনার জনাব মোঃ ইলিয়াছ শরীফ, বিপিএম (বার), পিপিএম, মহোদয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন জনাব, ড.নাছিম আহমদ (সভাপতি, মহানগর কমিউনিটি পুলিশিং কমিটি)। এছাড়াও আরো উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপস্) জনাব মুঃ মাসুদ রানা, উপ-পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) জনাব তোফায়েল আহমেদ, উপ-পুলিশ কমিশনার (উত্তর) জনাব মোঃ আজবাহার আলী শেখ, পিপিএম, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) জনাব মোহাঃ সোহেল রেজা, পিপিএম, উপ-পুলিশ কমিশনার (ইএন্ডডি) জনাব মুহম্মদ আবদুল ওয়াহাব, উপ-পুলিশ কমিশনার (পিওএম) জনাব মোঃ জাবেদুর রহমান, উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) জনাব ইমাম মোহাম্মদ শাদিদ, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব মোহাম্মদ মাহফুজুর রহমান, উপ-পুলিশ কমিশনার (ডিবি) জনাব তাহিয়াত আহমেদ চৌধুরী, জনাব এ্যাড ই ইউ শহিদুল ইসলাম শাহীন (সাধারণ সম্পাদক, মহানগর কমিউনিটি পুলিশিং), বীর মুক্তিযোদ্ধা জনাব নাজনীন হোসেন (সহ-সভাপতি, মহানগর কমিউনিটি পুলিশিং), জনাব লায়েক আহমদ চৌধুরী (সভাপতি কোতোয়ালি থানা কমিউনিটি পুলিশিং কার্যকরি কমিটি), জনাব মোঃ মকবুল হোসেন খান (জালালাবাদ থানা কমিউনিটি পুলিশিং কার্যকরি কমিটি), জনাব মোঃ রিমাদ আহমদ রুবেল (সদস্য সচিব এয়ারপোর্ট থানা কমিউনিটি পুলিশিং কার্যকরি কমিটি), এ্যাডভোকেট জনাব মোঃ শামীম আহমদ (সভাপতি মোগলাবাজার থানা কমিউনিটি পুলিশিং কার্যকরি কমিটি), জনাব সুবেদুর রহমান মুন্না (সাধারণ সম্পাদক শাহপরান (রহঃ) থানা কমিউনিটি পুলিশিং কার্যকরি কমিটি), বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব জনাব মোঃ সাইফুল আলম (সভাপতি দক্ষিণ সুরমা থানা কমিউনিটি পুলিশিং কার্যকরি কমিটি), বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃ আকরাম আলী, ডেপুটি কমান্ডার (সিলেট মহানগর মুক্তিযোদ্ধা সংসদ), জনাব আফতাব চৌধুরী সাংবাদিক ও কলামিস্ট (সহ-সভাপতি কমিউনিটি পুলিশিং), জনাব আল আজাদ সভাপতি সিলেট জেলা প্রেসক্লাব (সহ-সভাপতি কমিউনিটি পুলিশিং), সহ কমিউনিটি পুলিশিং এর বিভিন্ন স্তরের প্রতিনিধিবৃন্দ এবং বাংলাদেশ পুলিশ বাহিনীর বিভিন্ন পর্যায়ের অফিসার ও ফোর্সবৃন্দ।
অপরদিকে ১১.০০ ঘটিকায় এসএমপি পুলিশ লাইন্স হল রুমে অতিরিক্তি উপ-পুলিশ কমিশনার (ডিবি)) জনাব শাহরিয়ার আল মামুন ও জনাব সুমন্ত গুপ্ত, সাংস্কৃতিক সম্পাদক, মহানগর কমিউনিটি পুলিশিং কমিটি, এর সঞ্চালনায় সিলেট মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে কমিউনিটিং পুলিশিং ডে-২০২৩ উপলক্ষে আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশ এর মান্যবর পুলিশ কমিশনার জনাব মোঃ ইলিয়াছ শরীফ, বিপিএম (বার), পিপিএম, মহোদয়। আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব ড.নাছিম আহমদ (সভাপতি, মহানগর কমিউনিটি পুলিশিং)। এ সময় সম্মানিত প্রধান অতিথি তার বক্তব্যে বলেন পুলিশ ও জনগণের মধ্যে সেতুবন্ধন তৈরি করে কমিউনিটি পুলিশিং এর মাধ্যমে সমাজ থেকে জঙ্গীবাদ, মাদক, কিশোরগ্যাং ও সন্ত্রাস নির্মূল করা সম্ভব। এর লক্ষে কমিউনিটি পুলিশিং এর সকল সদস্যকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠানে কমিইনিটি পুলিশিং কার্যক্রামে অনবদ্য অবদানের স্বীকৃতি স্বরুপ শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং-২০২৩ এর সম্মাননা স্মারক প্রাপ্তদের সম্মাননা স্মারক প্রদান করেন প্রধান অতিথি মহোদয়। সম্মাননা স্মারক প্রাপ্তরা হলেন, জনাব সাহেদ গাজী, (যুগ্ম সাধারণ সম্পাদক, কোতোয়ালি মডেল থানা, কমিউনিটি পুলিশিং কমিটি), বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃ আলহাজ্ব সাইফুল ইসলাম, (সভাপতি, দক্ষিণ সুরমা থানা, কমিনিটি পুলিশিং কমিটি), এসআই(নিঃ)/জামিল হোসেন, (কোতোয়ালি মডেল থানা, এসএমপি, সিলেট), এসআই (নিঃ)/দীপন চন্দ্র সরকার, (দক্ষিণ সুরমা থানা, এসএমপি, সিলেট)। অনুষ্ঠানের সভাপতি জনাব ড. নাছিম আহমদ উপস্থিত সবাইকে অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানান। পুলিশ ও জনগণ একসাথে কাজ করার মাধ্যমে পবিত্র নগরী সিলেটকে অপরাধমুক্ত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। এজন্য সবাইকে আন্তরিকতার সাথে সম্মিলিতভাবে একত্রে কাজ করার আহ্বান জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।