সিলেটে হাফ ম্যারাথনে ফিনিশিং পদক পেলেন আরিফ

সিলেটের প্রাকৃতিক সৌন্দর্য্য তুলে ধরার লক্ষ্যে হাফ ম্যারাথন দৌড় প্রতিযোগিতা (১০ কি. মি) ফিনিশিং পদক অর্জন করেছেন মো. আরিফ উদ্দিন ওলি। শুক্রবার (৩ নভেম্বর) ভোর ৫টা ৩০মিনিটে এক্সট্রিম রানার্স ও রান বাংলাদেশের এআইএমএস সার্টিফাইড ইভেন্ট এর যৌথ আয়োজনে হাফ ম্যারাথন দৌড় প্রতিযোগিতা শুরু হয়।
প্রথমে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে শুরু হয়ে এয়ারপোর্ট বাই পাস হয়ে সালুটিকর পর্যন্ত ১০কি: মি: দৌড় দিয়ে পুনরায় আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এসে শেষ হয়।
ওই ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় বাংলাদেশের বিভিন্ন জেলা, প্রত্যন্ত অঞ্চল, আমেরিকা,কানাডা, ভারত হতে প্রায় ৯শ জন নারী-পুরুষ, বৃদ্ধ, যুবক অংশ গ্রহণ করে। এর আগে সিলেটে বেশ কয়েকটি হাফ ম্যারাথন হলেও এবারের প্রথম ওয়ার্ল্ড অ্যাথলেট অনুমোদিত দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
মো. আরিফ উদ্দিন (ওলি) জানান, সকলের সমন্বিত প্রচেষ্টা ও দোয়ায় আমি ফিনিশিং পদকে সফল হয়েছি এবং সকলের প্রতি ভালোবাসা কামনা করছি। যাতে সব সময় এ ধরনের আরো অন্যান্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারি। এছাড়াও আমি আন্তর্জাতিক ও জাতীয় পর্যায়ে পদক অর্জন করেছি। এ ধারাবাহিকতা অব্যাহত রেখে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নিজিকে তুলে ধরতে পারি। এছাড়াও যারা আমাকে সহযোগিতা করে আসছেন তাদের সকলের  প্রতি  আমি কৃতজ্ঞ। বিজ্ঞপ্তি

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *