জামাত-বিএনপির হরতাল বিরোধী প্রতিবাদ মিছিল হরতাল-অবরোধ দিয়ে সরকারের পতন ঘটানো সম্ভব নয় : এড. রনজিত সরকার

সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য, সুনামগঞ্জ-১ আসনের আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী এডভোকেট রনজিত সরকার নেতৃত্বে প্রতিবাদ মিছিল বের করা হয়। শনিবার (৪ নভেম্বর) তাহিরপুর উপজেলায় সদর বাজারে জামাত-বিএনপি নৈরাজ্য প্রতিবাদ মিছিল বের করেন নেতৃবৃন্দ।
এসময় এডভোকেট রনজিত সরকার বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ত্রিশ লাখ শহীদ ও দু”লাখ মা-বোনের ইজ্জতের বিনিময়ে অর্জিত এই বাংলাদেশটি। আর তাঁরই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দীর্ঘ দেড় দশকে পদ্মাসেতুর মতো এশিয়া মহাদেশের মধ্যে বিখ্যাত সেতু নির্মাণ, কর্ণফূলি নদীর তলদেশে বঙ্গবন্ধু ট্যানেল, ঢাকার হ্যালিপ্যাডে রেললাইন চালু, রাস্তাঘাটের ব্যাপক উন্নয়নসহ অসংখ্যা মেঘাপ্রকল্প বাস্তবায়ন করে বিশ্বে বাংলাদেশকে আজ একটি উন্নত ও সমৃদ্ধ উন্নয়নশীল দেশে পরিণত করেছেন। হিংস্রাত্মক কর্মকান্ড করে কিংবা হরতাল দিয়ে শেখ হাসিনার সরকারের পতন ঘটানো সম্ভব নয় দাবী করে তিনি আরো বলেন. দেশের মানুষ আজ সুখে শান্তিতে বসবাস করছে, দেশে আজ কোন র্দূভিক্ষ নেই মানুষজন অনাহারে অর্ধাহারে দিনাতিপাত করছে না। এই সরকারের সাথে দেশের জনগন রয়েছে। কাজেই ধংসাত্মক কর্মকান্ড পরিহার করে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে অংশগ্রহনের মাধ্যমে জনপ্রিয়তা যাচাইয়ের আহবান জানান তিনি।
এসময় উপস্থিত ছিলেন-তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলী মুর্তজা, সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন, এখলাছুর রহমান তারা, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মিয়া হোসেন, আওয়ামীলীগ নেতা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাগা, ধনু মিয়া, কালা মিয়া, আনোয়ার হোসেন, মোজাম্মেল,  সদস্য বাদল দেবনাথ, আজিজুল হক, তাহিরপুর সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহীনুর তালুকদার, সাধারণ সম্পাদক বাবুল মিয়া, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক আলমগীর, তাহিরপুর উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি সামায়ুন কবির, ছয়ফুল ইসলাম সাধারণ সম্পাদক ইমরান হোসেন বিপক, সাংগঠনিক সম্পাদক নুরুল হুদা, মধ্যনগর উপজেলা আওয়ামী যুবলীগের সিনিয়র সহ-সভাপতি হুমায়ুন কবির, তাহিরপুর উপজেলা যুবলীগ নেতা কোখন, সুজিত, বাবলু, মোনায়েম শরীফ, বড়দল দক্ষিণ ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি আজহারুল ইসলাম, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবকলীগের সভাপতি মোশাররফ,  সাধারণ  মোফাজ্জল, উওর শ্রীপুর ইউনিয়ন  ৯নং আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল আমিন বালীজুরী আওয়ামী নেতা মনছুর, জাহাঙ্গীর আলম, বাবলু, সিলেট জেলা ছাত্রলীগ নেতা নাজির হোসেন,  সুনামগঞ্জ মৎসজীবিলীগের সদস্য শেখ গোলাম কাদির সুজন, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি  রুমন মিয়া, তাহিরপুর উপজেলা ছাত্র লীগের সাংগঠনিক সম্পাদক বিপ্লব হাসান ইমন, ছাত্রলীগ নেতা সুজন, হিমেল  আকঞ্জী, আজিম হাসান রনি, আলী আশরাফ রাজন, সামি, শ্রীপুর দক্ষিণ  ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি আকরামীন, সোহগীর, লিমন, উওর শ্রীপুর যুগ্ম আহবায়ক  কানছন পাল, বঙ্গবন্ধু সৈনিক লীগের সাধারণ সম্পাদক রুবেল মিয়া, সহ-সভাপতি আলী মনছুর সাগর প্রমুখ। বিজ্ঞপ্তি

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *