জগন্নাথপুরে পুলিশের অভিযানে বিপুল পরিমান চিনি ও নগদ অর্থ উদ্ধারসহ গ্রেফতার-১১

সিলেট নিউজ টাইমস্ ডেস্ক: সুনামগঞ্জের জগন্নাথপুর থানার এসআই অলক দাশ সঙ্গীয় ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করে ৬ হাজার কেজি ভারতীয় চিনি, ২টি পিকআপ ভ্যান, ২টি প্রাইভেট কার ও নগদ ১৩ লক্ষ ১৪ হাজার ১০০ টাকসহ ১১ জন চোরাকারবারিকে গ্রেফতার করে।

গত বুধবার (১ নভেম্বর ২০২৩ খ্রি.) সকাল সোয়া ৬টার দিকে জগন্নাথপুর অস্থায়ী থানা ভবনের সামনে রাস্তার উপর এই অভিযান পরিচালনা করা হয়। দু’টি পিকআপ ভ্যানের সামনে ও পিছনে একটি করে প্রাইভেট কার পিকআপ ভ্যান দু’টিকে স্কট করে নিয়ে যাওয়ার সময় টহল পুলিশ টিমের সন্ধেহ হলে থামার সংকেত দেয়।

 

তবে এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে হবিগঞ্জ পৌরসভার উমেদনগর গ্রামের সরাজ মিয়ার ছেলে অলিউর রহমান জুলহাস (৩০) ও জসিম উদ্দিন (২৮), চুনারুঘাট থানার শনখলা গ্রামের ছবর উল্লাহর ছেলে হাবিবুর রহমান হাবিব (২৯), একই থানার দক্ষিণ হাতুন্ডা গ্রামের মোঃ মকছদ আলীর ছেলে মোঃ মামুন মিয়া (২২), মোঃ লুৎফর রহমানের ছেলে মোঃ সজিব হোসেন (২০), উত্তর সাংঘর গ্রামের মৃত মর্তুজ আলীর ছেলে মোঃ আনোয়ার হোসেন (৩২), বানিয়াচং থানার কালানজুরা গ্রামের মোঃ সুজন মিয়ার ছেলে মোঃ আনহার মিয়া (২৫), সুনামগঞ্জের বরপাড়া গ্রামের দিলু মিয়ার ছেলে মাসুম মিয়া (২৪), বিশ্বম্ভরপুর থানার মেরুয়াখলা গ্রামের মৃত সাহাজ উদ্দিনের ছেলে আমীর হোসেন (২৭), মোঃ দুলাল মিয়ার ছেলে মোঃ আলাল মিয়া (২৪), মোঃ হাশিম উদ্দিনের ছেলে মোঃ শরিফ আহমদ (২৫)দের আটক করা হয়। আটককৃত আসামিদের নিকটে থাকা পিকআপ ভ্যান দু’টি তল্লাশি করে ৬ হাজার কেজি (১২০ বস্তা) ভারতীয় চিনিসহ ২টি পিকআপ ভ্যান, ২টি প্রাইভেট কার ও নগদ ১৩ লক্ষ ১৪ হাজার ১০০ টাকা জব্দ করা হয়।

 

উদ্ধারকৃত ভারতীয় চিনির আনুমানিক বাজার মূল্য ৭ লক্ষ ২০ হাজার টাকা। এ সময় গ্রেফতারকৃত আসামিরা জব্দকৃত ভারতীয় চিনি আমদানী সংক্রান্ত কোনো কাগজপত্র দেখাতে পারে নাই। আসামিগণ চোরাচালানের মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে বাংলাদেশে আনা ভারতীয় চিনি বিক্রির উদ্দেশ্যে নিজেদের কছে রাখায় তাদের বিরুদ্ধে জগন্নাথপুর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। গ্রেফতাকৃত আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *