সিলেট এম এ জি ওসমানী হাসপাতালে ডে-কেয়ার সেন্টার উদ্বোধন

সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ডে-কেয়ার সেন্টার এর উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২রা নভেম্বর) দুপুর ২টায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের অষ্টম তলায় হেমাটোলজি বিভাগে ডে-কেয়ার সেন্টার এর উদ্বোধন করেন হেমাটোলজী সোসাইটি অব বাংলাদেশ এর সভাপতি ডা. এ কে মো. মোস্তফা আবেদীন (অব:)।

সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ এর অধ্যক্ষ ও মেডিসিন বিভাগের  বিভাগীয় প্রধান প্রফেসর ডা. শিশির রঞ্জন চক্রবর্তীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিমোফিলিয়া সোসাইটি অব বাংলাদেশ এর সভাপতি ডা. এ কে মো. মোস্তফা আবেদীন (অব:)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট এম এ জি ওসমানী হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মাহবুবুর রহমান ভূঁইয়া, হেমাটোলজী সোসাইটি অব বাংলাদেশ এর সাংগঠনিক সম্পাদক ডা. মির্জা গোলাম সারওয়ার।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের হেমাটোলজী বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো. নাজমুল ইসলাম, ডা. নবেন্দু চৌধুরী, ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরী মেডিসিন হেমাটোলজী বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. এ জুবায়ের খান, হিমোফিলিয়া সোসাইটি অব বাংলাদেশ সিলেট শাখার সভাপতি মাওলানা মো. ইসমাইল আলী, সাধারণ সম্পাদক মো. আতিক মিয়া, অর্থ সম্পাদক আহমদ আল আরিফ সিফাত, সদস্য আব্দুর রহিম, রেজাউল করিম, আঙ্গুর মিয়া, ফায়েজ আহমদ, উসমা চৌধুরী, রেজাউল করিম, মন মোহন তালুকদার প্রমুখ। বিজ্ঞপ্তি

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *