সিলেট নিউজ টাইমস্ ডেস্ক: আবারও মধ্যপ্রাচ্য সফরে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেন। আগামী শুক্রবার ইসরাইল সফরের মধ্য দিয়ে তার এই সফর শুরু হবে।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এ কথা নিশ্চিত করেছেন বলে খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি ও রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিও মিলার সাংবাদিকদের বলেন, ইসরাইল সরকারের সদস্যদের সঙ্গে বৈঠকের জন্য শুক্রবার তেল আবিব সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ব্লিঙ্কেন। এরপর তিনি অঞ্চলটির অন্য দেশও ভ্রমণ করবেন।
গত ৭ অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস ইসরাইলে হামলা চালায়। জবাবে সেদিন থেকেই গাজা উপত্যকায় হামলা চালিয়ে আসছে ইসরাইল। এ সংঘাত শুরুর পর যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সংহতি জানাতে ইসরাইল সফর করেছিলেন ব্লিঙ্কেন। ওই সময় ইসরাইল থেকে জর্ডান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও মিশর সফরে গিয়েছিলেন তিনি। তারপর ফিরতি পথে আবারও ইসরাইলে গিয়েছিলেন তিনি।
এ ছাড়া গত ১৮ অক্টোবর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যখন একদিনের সফরে তেল আবিবে গিয়েছিলেন; তখনও তার সঙ্গে ছিলেন ব্লিঙ্কেন। এই সফরে বাইডেন ইসরাইল সরকারের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছিলেন।