‘সাংবাদিকদের উপর হামলার ঘটনায় ইমজার নিন্দা‘

পেশাগত দায়িত্ব পালন কালে সাংবাদিকদের উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (ইমজা) সিলেটের নেতৃবৃন্দরা। ইমজার নেতৃবৃন্দ সাংবাদিক নির্যাতনের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান ।

ইমজার সভাপতি মাহবুবুর রহমান রিপন ও সাধারণ সম্পাদক গোলজার আহমেদ স্বাক্ষরিত যৌথ  বিবৃতিতে বলেন , সাংবাদিকরা তাদের পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসেবে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মসূচির খবর সংগ্রহ করেন এবং জনগণের সামনে সঠিক তথ্য উপস্থাপন করে থাকেন । তাদের এ দায়িত্ব পালনে তাদের ওপর আক্রমনের বা নিরাপত্তা বিঘ্নিত হওয়া খুবই উদ্বেগজনক।

২৮ অক্টোবরপেশাগত দায়িত্ব পালনের সময় রাজধানীর বিভিন্ন স্থানে অন্তত ২৫ জন সাংবাদিক আহত বা হামলার শিকার হয়েছেন যা অত্যন্ত নিন্দনীয় ।

পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতে সকল রাজনৈতিক দল কে সহযোগীতার আহ্বান জানান তারা ।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *