স্পোর্টস ডেস্ক : শনিবার প্রিমিয়ার লিগের খেলা শুরুর কয়েক ঘণ্টা আগেই লিভারপুল তারকা লুইস দিয়াজের মা-বাবাকে অপহরণ করে দুর্বৃত্তরা।
কলম্বিয়ার স্থানীয় সময় সন্ধ্যায় মোটরবাইক থেকে নেমে একদল দুর্বৃত্ত বন্দুকের মুখে ভয় দেখিয়ে দিয়াজের মা বাবাকে অপহরণ করে।
দিয়াজের মা সিলেনিস মারুলান্দাকে বারাঙ্কাসের পুলিশ উদ্ধার করতে পেরেছে বলে জানিয়েছেন কলম্বিয়ার রাষ্ট্রপতি গুস্তাভো পেত্রো। তবে দিয়াজের বাবাকে এখনো উদ্ধার করা যায়নি।
কলম্বিয়ার রাষ্ট্রপতি টুইট করেছেন, ‘আমরা তার বাবার খোঁজের সন্ধানে আছি।’
লিভারপুল ক্লাব এক বিবৃতিতে জানিয়েছে, ‘আমরা অন্তরের অন্তঃস্থল থেকে আশা করছি যেন সমস্যা খুব দ্রুত সমাধান হয়ে যায়। খেলোয়াড়ের ভালো থাকার ব্যাপারটি নিয়েও আমরা ভাবছি।’
কমেন্ট